আমাদের কথা খুঁজে নিন

   

এবার আমি আসবো

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

বিশ্বাস করো, ভুলে গেছি নিমিষেই ভুলের রেশটুকুও হাওয়ায় মিশে গেছে- আমার পারিপার্শ্বিক শব্দ ছিনিয়ে নিয়েছে, ভাষার পরিধি ছাড়িয়ে নির্বাক তাকিয়ে রই, পৃথিবীর মতো, মহাবিশ্বের বিস্ময় আগলে; বিশ্বাস করো, শব্দঝরানো পাথেয় আমার বুকে দুঃখ পুষি রাখবো না আর, কৃষ্ণ গহ্বরে কী আছে তুমি জানো না? অসীম শূন্যতার হৃদয়, কেঁপে কেঁপে ওঠে, আনন্দাশ্রু রক্ত হয়ে ছুটে, দিগন্ত নেই, পৌনঃপুনিক চলাচল অন্তের খোঁজে বিশ্বাস করো, কোনো সংশয় রেখো না তোমার আমার সম্পর্কের পাশে কোনো ইথারভর্তি বোতল নেই অনিন্দ্য সৌরভে আকাশ পাতাল মাতোয়ারা, মৃত্তিকায় নেই দাবদাহ আনন্দ স্পর্শ করে যায়, পূর্ণতা আনে অনন্ত দুঃখরূপ বিশ্বাস করো, পথিক হতে চাই, যে পথিক তার গন্তব্যের ঠিকানা জেনেছে বিশ্বাস করো, আমি অগ্রসর হয়েছি, পিছুটান ছিঁড়ে ফেলছি এক এক করে বিশ্বাস করো, এবার আমি আসবো, জন্মমৃত্যু দ্বিধাদ্বন্দ্ব সুখদুঃখ বুকে নিয়ে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.