আমাদের কথা খুঁজে নিন

   

আমার আদিম কালের কিউট সময় গুলো ১

কষ্ট আমার প্রকৃত বন্ধু

আমি ছিলাম বাবা-মা'র এক মাত্র সন্তান। তাই আম্মা তার পুরো সময় টা ই আমার জন্য ব্যয় করতো। দাদু আমাকে আরবি পরাতো আর আম্মা স্কুল এর পড়া পড়াতো। আমার স্কুল জীবন শুরু হয় ক্লাস ওয়ান থেকে। আরামবাগ স্কুল এ পড়তাম।

আব্বার কলিগ এর মেয়ে ছিল, সে আমার সাথে ই পড়তো, নাম ছিল মুনমুন, আমার চেয়ে ২ বছর এর বড় ছিল। ছোট বেলায় আমি একটু ভীতু টাইপস এর ছিলাম। সে আমাকে সবসময় ভয় দেখাত, আর আমি কান্না করতাম। পরীক্ষার সময় আম্মা আমাকে বলত আমি যেন কারো কাছ থেকে না দেখি, কাউকে না দেখাই, কারো লিখার সাথে যেন আমার লিখা না মিলে। আম্মা বলতে গেলে আমাকে সবসময় মাইর & পেদানির উপর রাখতো।

তাই আম্মাকে অনেক ভয় পেতাম। ফাষ্ট টার্ম, সেকেন্ড টার্ম পরীক্ষা শেষ, ভাল রেজাল্ট ও করলাম। বার্ষিক পরীক্ষা আসলো, সব পরীক্ষা ভাল মত শেষ হল, কিন্তু ড্রয়িং পরীক্ষাতে একটা কান্ড ঘটল। আম্মা আমকে কিছু ওবজেক্ট কার্ড এ একে কেটে দিয়েছিল। স্কুল এ ড্রয়িং ম্যডাম এই সুবিধাটা দিয়েছিল, কঠিন ওবজেক্ট গুলো কার্ড এ একে কেটে আনা যাবে।

"এখন মনে হয় আসলে আমাদের কে আন্ডা কাল থেকে ই নকল শিখাইছে!!" । তো আমি পরীক্ষায় ২ ওবজেক্ট আকঁলাম। আমার সব লিখা ও শেষ। মুনমুন আমার কাছ থেকে ওবজেক্ট কার্ড গুলো চাইলো। আমি দিতে চাইলাম নাহ।

সে আমাকে ভয় দেখাল পরীক্ষা শেষে যাবার সময় আবার কান্না করাবে। তারপর সে খেপে গিয়ে ওবজেক্ট এবং খাতা নিয়ে নিল। আমার খাতা থেকে ছাপ দিয়ে সব তার খাতায় একেঁ ফেলল। সময় ও প্রায় শেষ। আমি করলাম কি আমার খাতার সব কিছু ইরেজার দিয়ে মুছে ফেললাম, আর ভাবলাম এখন আর আমার লিখার সাথে কারো লিখা মিল নেই, আম্মা আর আমাকে বকা ও দিতে পারবে নাহ।

পরীক্ষা শেষে বাসায় গেলাম। আম্মার জেরা শুরু হয়ে গেল .... সব পারছ? হমম পারছি, কারো কাছ থেখে দেখনিতো? নাহ দেখিনি, কেউ তোমার কাছ থেকে দেখেনিতো? আমি চুপ, কারো সাথে তোমার লিখা মিলেনিতো? না না মিলেনি। তারপর আম্মা আমাকে ভাত খেতে দিল। ওমা ঐ সময় হঠাত মুনমুন এসে আম্মাকে বলে ...আন্টি ও তো ফেইল করবে, ও খাতার সব মুছে দিসে। আম্মা আমকে জিগ্গেস করে ও যা বালছে ঠিক? আমি বললাম মুছে না দিলে তো ওদের সাথে আমার লিখা মিলে যেতো।

সাথে সাথে আম্মা আমাকে এমন মাইর টা ই না দিল , দুপুর এ খেতে ও দিল নাহ। বাসা থেকে বের করে দিলো। দরজা লক করে দিল। আমি দারজার সামনে বসে বসে কাদছিলাম। তখন পাশের বাসার কাজের মেয়ে আমাকে ডেকে ভিতরে নিল।

ভাত খেতে দিল। দেখলাম একই তরকারি। ওকে জিগ্গাসা করলাম তোমরা ও আমাদের মত একই তরকারি রান্না করলে? সে বলল হমম আমাদের বাসায় আজ তরকারি ছিল নাহ, তাই তোমাদের বাসা থেকে তরকারি ধর নিসি। ঠা ঠা ঠা কি বোকা ই না ছিলাম আমি!!!!! চলবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।