আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপন দেখিয়া কি বোঝা উচিৎ তাহা রাজাদা বুঝিতে পারেন না।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

“বিজ্ঞাপন নির্মাতা বা বিজ্ঞাপনের স্ক্রীপট লেখক প্রতিভাধর বা তোমাগোর ভাষায় জিনিয়াস হইবো তাহাই স্বাভাবিক, কিন্তু বিজ্ঞাপনের দর্শককেও জিনিয়াস হইতে হইবো সেইটা মনে হইতাছে না যে স্বাভাবিক...” বলিয়াই রাজাদা আমার পিঠে একটা মোটামুটি স্পন্দন অনুভূত হওয়ার মত জোরে চাপড় মারলেন আর সেই চাপড়ে আমর মুখ হতে উচ্চারিত হলো -কেনো রাজাদা , বিজ্ঞাপন নিয়া আবার গবেষণায় নামলেন কেনো? দূর বোকা , বুঝবার পারতাছসনা, একটু আগে টিভিতে বিজ্ঞাপন টা দেইখ্যা কি বুঝসোস আমারে বুঝাইয়া ক? কোন বিজ্ঞাপন! ঐ যে ক্যারামের গুটি উইরা যায়..আরে ঐ যে স্পিড ড্রিংকস এর বিজ্ঞাপন। খেয়াল করে দেখি নাই তো.. চোখ মেইলা ধর আর চ্যানেল ঘুরা, এতগুলান চ্যানেলে একটা না একটাতে পাইয়াই যাইবি পেয়েও গেলাম এবং মাত্র দুটো চ্যানেল টার্ন করাতেই ... প্রথমে একটা মানুষের ( যুবক বয়স) চোখের উপর থেকে পট্টি খুললো সে কাউকে আশেপাশে দেখে চিনতে পারলনা। ( এতণ যেতার চোখ বন্ধ থাকলেও মাথা অজ্ঞানে ছিলনা বোঝার পরেও আমি বুজলাম না চোখ খোলার পরেই তার স্মৃতি বিভ্রম ধরা পড়ল কেনো?) ঘটনা পরমুহূর্তে একটা গলিতে চলে গেলো। একদল যুবক ক্যারাম খেলছে। একজন বোর্ডের উপর রাখা স্পিড এর বোতল হতে এক চুমুক খেয়ে যেই স্ট্রাইক এ হিট করল , ব্যস উড়তে লাগল স্ট্রাইক ( ইতিমধ্যে বোঝা হযে গেলো দর্শকের ইহা স্পিড ড্রিংকস এর অ্যাড) , তারপর স্ট্রাইক মুরগীর পাখনা তুলে এক দেয়ালে বাড়ী খেয়ে দ্বিগুণ গতি প্রাপ্ত হলো এবং সেই হাসপাতালের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে স্মৃতি বিভ্রম ঘটা রোগীর মাথায় ঠাস করে আঘাত করল - ফলে তার স্মৃতি ফিরে আসল ...দৃশ্যপট এখানে শেষ ..আবার ক্যারামের বোর্ড। ব্যাটা আবারও স্পিডে চুমুক দিয়ে নতুন আরেকটা স্ট্রাইক এ হিট করতে যাবে...আশেপাশের সবাই এবার ভয়ে মাথা নিচু করে ফেলল.. বিজ্ঞাপন টি এভাবে শেষ হতেই রাজাদা চিৎকার দিয়ে বলে উঠল -- কিরে এইবার ক? --কি মারাত্মক জিনিয়াস রাইটার ব্যাটা বুঝতাছস। পাবলিকে মাইনে দর্শক দেইখ্যা ক তো কি বুঝব ..স্পিড খাইলে বিনা চিকিৎসায় স্মৃতি শক্তি ফিরা পাওন যায়, হাতের টোকায় স্ট্রাইক পুরা ঢাকা শহরে উপর দিয়া উইড়া যাইবার লাগবো, না কি স্পিড খাইলে আশেপাশের সবাই ভয়ে মাথা নিচু কইরা ফেলাইব? দূর এত ভাবতাছেন কেনো ? এগুলা তো সিম্বলিক...মূল কথা স্পিড খাইলে শক্তি বাড়ে, তো শক্তি বাড়ানোর বিষয়টি উচ্চকিত করার জন্য স্ট্রাইক উড়ে যাবা এবং আনুষাঙ্গিক বিষয়গুলো সিম্বলিকত হিসাবে , উপমা হিসাবে দেখানো হয়েছে। দূর ...আমি এত প্রতিভাবান না তো, এত কষ্ট করে বুঝমু না, আমি বুঝতাছি স্পিড খাইয়্যা ক্যারামের মত সাধারণ মানের একটা খেলাও খেলা যাইব না, তাইলে গুটি কোনদিনই পকেটে হান্দাইবোনা, আর স্ট্রাইক হারাইতে হরাইতে , মালিকের মাইরও খাওন লাগবার পারে,...বুঝলি তাইলে --- কি শিখলাম এ বিজ্ঞাপনে-- স্পিড অকারণ,অপ্রোয়জনীয় শক্তি বাড়ায় , তাই না খাওয়া উচিৎ। রাজাদা , হাসালেন, তবে ঠিক বলেছেন , এটা অনেক সহজ বোধ্য হলেও আজকাল এমন অনেক বিজ্ঞাপন হয় যা বুঝতে আসল নির্মাতার মত দর্শককেও জিনিয়াস হওয়া লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.