আমাদের কথা খুঁজে নিন

   

ভারত বাংলাদেশের বন্ধু যেমন ইজরাইল ফিলিস্তিনের!!!

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই

একটা পোস্টের কমেন্টে একজন প্রশ্ন করেছেন - "মুক্তিযুদ্ধে ভারত স্বাধীন বাংলাদেশ গঠনে সহযোগিতা করে কি সত্যিই খুব বড় ভুল করেছে? " উত্তরটা সেই পোস্টের কমেন্টেও দিয়েছি - অন্যদেরসাথে শেয়ার করার জন্য আলাদা পোস্ট হিসেবে আবার দিচ্ছি। না মোটেই ভুল করে নি। এর মাধ্যমে তাদের যা উপকার হয়েছে তার তুলনায় সামান্য কুৎসা রটনাতো কিছুই না। একটু চিন্তা করে দেখুন বাংলাদেশ স্বাধীন হওয়ায় ভারতের কি কি লাভ হয়েছে- ১. ফারাক্কাসহ অর্ধশতাধিক নদীর উজানে বাধ নির্মান করে পানি প্রত্যাহার করার সুবিধা তারা পেয়েছে। ফারাক্কা বাধের মাধ্যমে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি করা না হলে বছরে অন্তত ৪ মাস এই বন্দর বন্ধ থাকত।

২. বাংলাদেশের ১৫ কোটি মানুষের বিরাট বাজারে তাদের পন্য অবাধে বিক্রি করতে পারছে - অথচ আমাদের পন্যগুলো তাদের দেশে ঢুকতে দিতে হচ্ছে না। ৩. আন্তর্জাতিক যে কোন ফোরামে বাংলাদেশের অকুন্ঠ সমর্থন পাচ্ছে। ৪. প্রচুর ভারতীয় বাংলাদেশে এসে উচ্চ বেতনে কাজ করছে অথচ বাংলাদেশীরা ভারতে কাজের অনুমতি পায় না। ৫. যদি সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ না নিত এবং এই যুদ্ধ কয়েক বছর স্থায়ী হত তাহলে এই যুদ্ধ তার পুর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও ছড়িয়ে পরত। বাংলাদেশের যুদ্ধে অংশ নিয়ে সে নিজের অখন্ডতা নিশ্চিত করেছে।

এরকম আরো অনেক সুবিধা পাবার জন্যই সে বাংলাদেশকে সাহায্য করেছিল। হ্য, তার সাহায্যে বাংলাদেশেরও উপকার হয়েছিল - কিন্তু সেটা ছিল পারস্পরিক লেন দেনের ব্যাপার। তার দ্বারা আমরা যেমন উপকৃত হয়েছি - সেও আমাদের দ্বারা উপকৃত হয়েছে। এ'জন্য সারা জীবন তাকে প্রভুজ্ঞানে শ্রদ্ধা করতে হবে তার কোন মানে নেই। যদি সে সত্যিই বাংলাদেশের বন্ধু হত হালে - ১. ফারাক্কাসহ অর্ধশতাধিক নদীর উজানে বাধ দিয়ে আমাদের একবার শুকিয়ে আর একবার ডুবিয়ে মারার ব্যাবস্থা করত না।

২. আমাদের সমুদ্র সীমায় অবস্থিত দ্বীপ এবং তেল-গ্যাস তাদের নিজেদের বলে দাবি করত না। ৩. আমাদের স্যাটেলাইট চ্যানেল তাদের দেশে বন্ধ রাখত না। ৪. আমাদের পন্য প্রবেশের উপর বাধা দিত না। ৫. আমাদের দেশের জঙ্গিরা তাদের কাছে আশ্রয় পেত না। ৬. আমাদের দেশের জঙ্গীদের তারা অস্ত্র বিস্ফোরক সরবরাহ করত না ৭. সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশী কৃষকদের গুলি করে মারত না।

সর্ব শেষে বলতে হয় - পৃথিবীতে দুটি বন্ধুপ্রতীম স্বাধীন দেশের মধ্যবর্তী সীমানায় কাটা তারের বেড়ার দ্বিতীয় কোন উদাহরণ আমার জানা নাই। কিছু বিবাদমান দেশসহ ইজরাইল আর ফিলিস্তিনের সীমানা কাটা তারের বেড়া দিয়ে আলাদা করা। ভারত যদি আমাদের সীমানায় কাটা তারের বেড়া দেয়ার পরও আমাদের বন্ধু হয়ে থাকে - তাহলে বলতে হবে ইজরাইল আর ফিলিস্তিনও পরস্পরের বন্ধু - কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.