আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার মার্কেট

এগিয়ে যাও ...

আমাদের দেশে কম্পিউটার ও এ সংক্রান্ত ব্যাবসার প্রসার প্রায় ১০/১৫ বছর ধরে ক্রমশঃ বাড়তির দিকে। আর সিলেটেও ১০ বছরের মধ্যে কম্পিউটার ব্যাবসা অনেক প্রসার লাভ করেছে। কিন্তু আফসোসের বিষয় ; এত দীর্ঘকাল অতিবাহিত হলেও হাতে গোনা গুটিকয়েক প্রতিষ্ঠান এ সেক্টরে তেমন কোন অবদান রাখতে পেরেছে কি-না তা আমাদের চোখে পড়েনা। এত বড় একটি বিভাগীয় মেট্রো শহরে মাত্র একটি স্বতন্ত্র কম্পিউটার মার্কেট রয়েছে, যাতে ১৩/১৪ টি আইটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এর বাইরে সব মিলিয়ে মানসম্মত কম্পিউটার কেনা-বেচা, সার্ভিস ইত্যাদি সংশ্লিষ্ট ব্যাবসা বড়জোর ১০ টি হলেও হতে পারে।

এদিকে সিলেটের লোকেরা এমনিতেই প্রযুক্তিপ্রেমী। আর তার সাথে সাথে আর্থিক সংগতি মিলে প্রযুক্তির ব্যাপারে তারা খুব একটা পিছিয়েও নেই। এর সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপস্থিতির কারনে কম্পিউটার সেক্টরে বা আইটি সেক্টরে আরোও বিপূল বিনিয়োগের চাহিদা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। কয়েকটি সমস্যাঃ ১. গ্রাহক গণ প্রায়ই তাদের চাহিদা মত পণ্য সরবরাহ যথাসময়ে পাননা। ২. পণ্য পাওয়া গেলেও Available না থাকায় অতিরিক্ত মূল্যে ক্রয় করতে হয়।

এর কারণ হলোঃ যাচাই করার মত অন্য কোন একাধিক সরবরাহকারী না থাকা। ৩. ওয়ারেন্টি পেতে ঝামেলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ২/৩ সপ্তাহ পরও খোঁজ নেই। ৪. সঠিক ও মানসম্মত পণ্যের অভাব। ৫. হঠাৎ করে কৃত্রিম পণ্য সংকট এবং মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়া।

এছাড়াও আরোও নানাবিধ সমস্যায় আক্রান্ত আমাদের সিলেটের আইটি / কম্পিউটার বিক্রয় ও বিপনন সেক্টর। এর প্রধান কারণ হচ্ছে অত্যন্ত স্বল্প ও হাতে গোনা প্রতিষ্ঠান, এবং স্বনামধন্য তেমন কোন আইটি প্রতিষ্ঠান না থাকা। !! এটা বড়ই আশ্চর্যের কথা যে- কম্পিউটার সোর্স, গ্লোবাল ব্র্যান্ড, স্মার্ট টেকনোলজি ইত্যাদির কোনও একটি প্রতিষ্ঠান ও সিলেটে তাদের শাখা খোলেনি বা খোলতে চায়না!! জানিনা আর কেউ আমার সাথে একমত হবেন কি-না? হলে আওয়াজ দিন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.