আমাদের কথা খুঁজে নিন

   

যখনি নিবিড় করে, পেতে চাই তোমাকে-এলিতা

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ফুয়াদের গান ডাউনলোড করছিলাম পোলাপাইন ডট কম থেকে।

ফুয়াদের "বন্য" এলবামের মধ্যে এই গানটিকে পেলাম। শুনে ভাল লাগলো। তাই আপনাদের সাথে শেয়ার করছি। যখনি নিবিড় করে, পেতে চাই তোমাকে; তখনি দুচোখ বুজি, আমি; নয়নে-স্বপনে, দেখি শুধু তোমায়; বিরহ বরষায়, মেঘের-ই ছায়ায়। যখনি নিবিড় করে, পেতে চাই তোমাকে; তখনি দুচোখ বুজি, আমি; নয়নে-স্বপনে, দেখি শুধু তোমায়; বিরহ বরষায়, মেঘের-ই ছায়ায়।

তুমি যে রয়েছ, অভিমানে; খেয়ালী জড়ানো অনুরাগে, জীবনে এখনো, গানে গানে; তোমার-ই কারণে, জোড়া লাগে; উদাসী বিকেলে দখিনা হাওয়ায়। যখনি নিবিড় করে, পেতে চাই তোমাকে; তখনি দুচোখ বুজি, আমি; নয়নে-স্বপনে, দেখি শুধু তোমায়; বিরহ বরষায়, মেঘের-ই ছায়ায়। তুমি কি তেমন, আছো আজো; আমাকে নিরবে ভালবাসো, তুমি কি এখনো, সুরে বাজো; আমার এই ছবিটির কাছে এসে, এখনো ফোটে ফুল, মাধবী লতায়। যখনি নিবিড় করে, পেতে চাই তোমাকে; তখনি দুচোখ বুজি, আমি; নয়নে-স্বপনে, দেখি শুধু তোমায়; বিরহ বরষায়, মেঘের-ই ছায়ায়। শুনতে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন...


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।