আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয় ওরফে প্রাচ্যের Oxford ।



একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের Oxford বলা হত। কিন্তু ২০০৯ এ এসে world's top 500 universities এর list এ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ওরফে প্রাচ্যের Oxford এর নাম পাবেন না। সবার মনেই প্রশ্ন জাগবে কেন??????????? অমি মনে করি এর প্রধান কারন হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি কি বন্ধ করা যায় না?? বিশ্বের অনেক দেশেই তো ছাত্র রাজনীতি নাই, তাই বলে কি তারা গনতন্ত্র চর্চায় পিছিয়ে?? আমরা তো এমনিতেই আনেক পিছিয়ে তারপর ও আবার নোংরা ছাত্র রাজনীতির নাম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে স্থবির করে ফেলার ব্যাবস্থা হচ্ছে। আচ্ছা,কত percent ছাত্র সরাসরি ছাত্র রাজনীতির সাথে জরিত?? আমার মনে হয় at best 10% ,, but for them rest 90% are suffering...but why??? কোন সরকার কি কখনো এই সাধারণ ছাত্রদের কথা চিন্তা করেছে?? অবশ্যই না,,,, তারা শুধু 10% ছাত্র নামের কেডারদের use করেছে এবং করছে হল দখল আর ক্ষমতাই আসার জন্য।

আজ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ছাত্র রাজনীতির কারনে যখন সবগুলো বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলার ব্যাবস্তা তখনও প্রধান মন্ত্রী ছাত্র রাজনীতি বন্ধ করার বিপক্ষে। কেন"?????????????????? কারন উনার ছেলেতো Harvard University তে পড়ে শুধু উনার ছেলে না প্রায় সব এম. পি , মন্ত্রীদের ছেলেমেয়েরা ও বিদেশেই পড়ালেখা করে। তাই তাদের কি???যদিও প্রধান মন্ত্রী বার বার বলেন আপনজন হরানোর বেধনা উনী সবচেয়ে বেশি অনুধাবন করেন, আসলে লোক দেখানো। শুধু আমাদের চিন্তা করতে হয় আপনজন বিশ্ববিদ্যালয় থেকে জীবিত ফিরবে কি না...........। তাই দেশের শিক্ষা ব্যাবস্থাকে টিকিয়ে রাখতে নোংরা ছাত্র রাজনীতি দ্রুত বন্ধ করা উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.