আমাদের কথা খুঁজে নিন

   

জননেত্রীর স্বজন হারানোর বেদনা ..........



আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী সব সময় বলেন, স্বজন হারানোর বেদনা উনি সবচেয়ে ভাল বুঝেন। মাঝে মাঝে আবেগে আত্মহারা হয়ে য্ন। এসব দৃশ্য আমাদের ও আবেগাপ্লুত করে। কিন্তু উনার সোনার ছেলেরা কোন মায়ের কোল খালি করলে উনার সেই আবেগ কোথায় যায়? একটু শোক প্রকাশ করার ভদ্রতা ও দেখাতে পারেন না । আমি আশ্চর্য হলাম উনার ডটার অফ পিস উপাধী পাওয়া দেখে।

এ উপাধী দিল কারা? "শান্তর স্বপক্ষে বলিস্ঠ আপোষহীন দুই নেতা" । ইনাদর নাম আর নাই বললাম। সারাদেশে আপার সুসংগঠিত বাহিনী যখন তান্ডব চালাচ্ছে ঠিক তখন এই ডিগ্রী নিতে উনার লজ্জা লাগা উচিৎ ছিল। আওয়ামী সন্ত্রসীদের হাতে স্বজন হারানো মায়ের আবেদন কি উনি রাখবেন? আর প্রকৃত দোষীদের বিচার করলেই আমরা ধরে নেব স্বজন হারানোর বেদনা উনি সবচেয়ে ভাল বুঝেন। আর না হলে এটি ভোট পাওয়ার বাহানা হিসেবে আর বেশিদিন হালে পানি পাবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।