আমাদের কথা খুঁজে নিন

   

গর্ভাবস্থায় ওষুধ

ডা: শাহরিয়ারের পোষ্ট
গর্ভাবস্থায় ওষুধ সাবধানে খেতে হয় সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের পরিচিত কিছু ওষুধ যেগুলো আমরা প্রায়ই খাই এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই খাই সেগুলোর ভেতর যে ওষুধ গুলো গর্ভাবস্থায় খাওয়া নিষেধ সেগুলোর ব্যাপারে বলছি। ব্যাথার ওষুধ Aspirin, Diclofenac, Ibuprofen, Sulidac ( ব্যাথার common ওষুধ) - গর্ভাবস্থায় না খাওয়াই ভালো এবং গর্ভাবস্থায় শেষ দিকে ৮মাসের পর ডাক্তারের পরামর্শ ছাড়াই খাওয়া নিষিদ্ধ। এন্টিবায়োটিক Ciprofloxacin, Co-Trimoxazole, Gentamicin, Levofloxacin, Neomicin, Ofloxacin, Sulfamethoxazole ( common এন্টিবায়োটিক ওষুধ)- ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া নিষিদ্ধ। এর ভেতর Levofloxacin এবং Ciprofloxacin গর্ভাবস্থায় প্রথম দিকে ( প্রথম ৫ মাস ) খাওয়া নিষিদ্ধ এবং Sulfamethoxazole গর্ভাবস্থায় শেষ দিকে ৮মাসের পর খাওয়া নিষিদ্ধ।

এছাড়া Tetracycline একেবারেই নিষিদ্ধ ত্বকে ব্যাবহৃত ওষুধ Betamethasone, Cortisone, Econazole, Prednisolone, Griseofulvin ( ত্বকে লাগানো বা ত্বকের সমস্যায় ব্যাবহার করার ওষুধ ) ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া বা ব্যাবহার নিষিদ্ধ। কাশির ওষুধ Ephedrine, Psudoephedrine, Salbutamol গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া নিষিদ্ধ। এছাড়া বিশেষ ভাবে ক্রিমির ওষুধ, ঘুমের ওষুধ, বিষন্নতার ওষুধ, চোখের অনেক ওষুধ এবং অতিরিক্ত ভিটামিন গর্ভাবস্থায় খাওয়া যাবে না। গর্ভাবস্থায় সাবধানে থাকুন। যে কোন ওষুধ নিরাপদ মনে করে খেয়ে ফেলবেন না।

সবাইকে ধন্যবাদ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।