আমাদের কথা খুঁজে নিন

   

র্থাড জেন্ডার ( তৃতীয় প্রকৃতি)

সঞ্জয় মিঠু

আঁলিয়ানস ফ্রাঁসে, গ্যালারিতে কাল দেখেছিলাম র্থাড জেন্ডার (তৃতীয় প্রকৃতি) গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কাজল ইসলাম। খুলনার ছেলে কাজল, এক অপরিসীম সহানুভূতি ও প্যাশন নিয়ে ৩০ মিনিটের এই ডকুমেন্টরি তৈরি করেছে। এই স্বল্প পরিসরে সে তুলে আনতে চেয়েছে এই জনগোষ্ঠির দুঃখ, বেদনা, কমর্,আলদা একটা জগৎ। যে জগৎ আমাদের অনেকের কাছেই অজানা। চলচিত্র মাধ্যমে তার কাজ এই প্রথম, তবুও তার এই চেষ্টা আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও অনেক পিছিয়ে আছি... প্রদর্শনী শেষে সে কথা গুলোই বললেন খ্যাতনামা পরিচালক তারেক মাসুদ এবং অঞ্জন চৌধুরি।

ডকুফিল্মটিতে পরিচালক বলেছেন- প্রকৃতির অদ্ভুত খেয়ালী এক সৃষ্টি হিজড়া সম্প্রদায় (উনাস্ কমিউনিটি) । এই সমাজে তারা না পুরুষ, না নারী। সুতরাং স্বাভাবিক জীবন যাপনের অধিকার তাদের নেই। লোক লজ্জার ভয়ে পরিবার তাদের ঠেলে দেয় অনিশ্চিত ভবিষ্যতের দিকে- একটি পরিবারে জন্ম নেয়া একজন প্রতিবন্ধী শিশুকে যেভাবে লালন পালন করা হয়, যদি সেভাবে র্থাড জেন্ডার শিশুকেও যত্ন নেয়া যায় তবে তারাও দেশের কাজে লাগতে পারে। তার অন্য কোন সমস্যা নেই, শুধু জৈবিক ত্রুটির কারণে সে স্বাভাবিক দাম্পত্য জীবন পায় না, কিন্তু আর সব বিষয়ে সে কর্মঠ এবং সক্ষম প্রয়োজন শুধু স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দেওয়া।

আলাদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিলে তারাও শিক্ষিত হয়ে উঠতে পারে, পেতে পারে স্বাভাবিক জীবন। আমরা একটু সচেতন হলেই অন্ধকার এবং অনিশ্চিত জীবনের বদলে জুটতে পারে আলো ও নিশ্চিত জীবন। ঠুনকো লোকলজ্জা এবং সামাজিকতার ভয়ে এই জীবনগুলোকে পরিবারচ্যুত এমনকি সমাজচ্যুত হয়ে বেঁচে থাকতে হবে না। তারাও হয়ে উঠবে দেশের সম্পদ। প্রয়োজন শুধু সামাজিক দৃষ্টিভঙ্গীর একটু পরিবর্তন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.