আমাদের কথা খুঁজে নিন

   

পিলখানার বিডিয়ার সদর দফতরে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।



গত ২৫ ফেব্র“য়ারি ২০০৯ ইং ঢাকার পিলখানার বিডিয়ার সদর দফতরে বিদ্রোহে শতাধিক সেনাকর্মকর্তার পরিকল্পিত হত্যাকান্ডে বিপুল ক্ষতি হয়েগেছে বাংলাদেশের। এ ঘটনা পৈশাচিক, বর্বরোচিত ও নিষ্ঠুর। সাধারণ মানুষের কাছে এটা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। বাংলাদেশের শতাধিক সেনাকর্মকর্তাকে এভাবে কোনো যুদ্ধক্ষেত্রেও একসাথে হত্যা করা সম্ভব ছিল না। এই হত্যাকান্ডে গোটা জাতী স্তম্ভিত, হতবিহ্বল এবং শোকাভিভূত।

এই হত্যাকান্ডে বাংলাদেশের সরকার, জনগণ, সেনাবাহিনী কিংবা বিডিআর কেউ লাভবান হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। এই হত্যাকান্ডে দেশের সার্বভৌম্ব রক্ষার কাজে নিয়োজিত যে শতাধিক চৌকস সেনাকর্মকর্তাকে আমরা হারিয়েছি, তাদের পুনর্বাসনের জন্য ২০ তেকে ২৫ বছর সময় লাগবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন। বাংলাদেশ রাইফেলসকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে ২০ তেকে ৩০ বছর। ২৫ ফেব্রুয়ারির সকালে পিলখানায় কী ঘটেছিল তার পূর্ণাঙ্গ চিত্র এখনো আমাদের কাছে নেই।

কিন্তু পরিকল্পিতভাবে বিডিআর'র দরবার হলে এমন এক পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যে, সেনাকর্মকর্তাদের সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছিল, যাতে বেছে বেছে তাদের হত্যা করা সম্ভব হয়। এক দিনে মাত্র কয়েক ঘন্টায় দেশের এক তৃতীয়াংশ কমান্ডিং অফিসার হত্যাকান্ডের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো রণক্ষেত্রেও ঘটানো সম্ভব হয়নি। কিন্তু বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রকারীরা সে কাজটি সুচারুভাবেই সম্পন্ন করতে পেরেছে। এর সাথে বিডিআর'র একশ্রেণীর রাষ্ট্রদ্রোহী জড়িত যে ছিল না তা নয়। কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে যে, এই হত্যাকন্ড সম্পন্ন করার জন্য তাদের সাথে যোগ দিয়েছিল বাইরের ভাড়াটে খুনিরাও।

একজন সেনাকর্মকর্তা জানিয়েছেন, গোলাগুলি শুরু হওয়ার পরপরই অস্ত্রশস্ত্র নিয়ে বিডিআর'র দরবার হলের পাশে এসে দাঁড়িয়েছিল একটি ছাই রঙের পিকআপ ভ্যান। পোশাক পরিহিত সেই লোকেরাও অংশ নিয়েছিল এই কলিং মিশনে। মুখে লাল কাপড় বেঁধে তারা নির্দেশ দিচ্ছিল কাকে কাকে খুন করতে হবে। তদন্ত যদি সুষ্ঠ হয়, তদন্তের লক্ষ্য যদি জাতির সুরক্ষা হয়, তাহলে নিশ্চয় এক সময় রহস্য উন্মোচিত হবে। আমরা প্রকৃত সত্য জানতে পারব।

পূর্বেই বলেছি যে, এই হত্যাকান্ডে বাংলাদেশের কারো লাভ হয়নি। তাহলে এই ষড়যন্ত্রমূলক হত্যাকান্ডে লাভ হলো কার.? তাদেরই লাভ হলো যারা আমাদের বাংলাদেশকে দেখতে চায় একটি অকার্যকর, দুর্বল, ভঙ্গুর ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে। ২০০৭ সালের ১২ ই জানুয়ারি বাংলাদেশে যে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তার পেছনেও ছিল বাংলাদেশবিরোধী এক বিশাল চক্রান্ত, যা জ্ঞানীমহলের নিকট স্পষ্ট। তখন অনেক বুদ্ধিজীবিদের মন্তব্য আমরা লক্ষ্য করেছি যে, সেনাসমর্থিত ওই সরকার যেন এমন কোন কাজ না করে যাতে জনগণ সেনাবহিনীকে তাদের প্রতিপক্ষ হিসেবে মনে করতে শুরুনা করে। কিন্তু সব ক্ষেত্রে সেই সরকার সুষ্ঠভাবে অগ্রসর হতে পারেনি।

কোনো কোনো ক্ষেত্রে ষড়যন্ত্রকারীরা সেনাবাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দিতে সক্ষম হয়েছে। বিডিআর বিদ্রোহীরা সেই সুযোগটুকু প্রথম দিকের কয়েক ঘন্টা ভালোভাবেই কাজে লাগিয়েছিল। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন সব বক্তব্য দিতে শুরু করেছিল যে, মিডিয়া একতরফাভাবে সেগুলো প্রচারও করে যাচ্ছে। তখন অবশ্য অপর পক্ষের ভাষ্য নেয়ার মতো কোনো সুযোগ ছিল না। ফলে হত্যাকারীরা কিছুটা সময় কিচুই অন্ধকারে রাখতে পেরেছিল।

তখন মিডিয়ার লোকেরা বুঝে উঠতে পারেননি যে, ধন্দের আড়ালে ষড়যন্ত্রকারীরা দেশের কী বিরাট সর্বনাশ করে যাচ্ছে। এদিকে আবার নিপুন খেলার অংশ হিসেবে ভিন্ন আয়োজনও করা হয়েছিল। এক দিকে সমরবিদ্রোহের রাজনৈতিক সমাধানের চেষ্টা, দিকে পরিকল্পিতভাবে বিডিআর'র সমর্থনে মিছিলের আয়োজন। সব কিছুই ছিল এই পরিকল্পনার অংশ। বিডিআর’র সমর্থনে আয়োজিত মিছিলের ছদ্মাবরণে ঘাতকরা মিশে যাচ্ছিল সেই মিছিলের মধ্যে।

এভাবেই পালিয়েছে প্রকৃত অপরাধীরা মিছিলের ওপর ভর করে। বর্তমান ক্ষমতাসীন সরকারের নিকট আড়াই লক্ষ কুয়েত প্রবাসী বাংলাদেশীদের প্রাণের দাবী হলো; সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। যাতে অদূর ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। সাথে সাথে বিডিআর সদস্যদের হাতে শহীদ সেনা অফিসারদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.