আমাদের কথা খুঁজে নিন

   

চারদফা দাবিতে বৃহস্পতিবার ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা।



চারদফা দাবিতে বৃহস্পতিবার ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে দুপুুর বারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই কর্মসূচী পালন করা হয়। শিক্ষার্থীরা জানায়, তাদের বিভাগে ১৪০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র পাঁচজন। শিক্ষক সংকটের কারণে চতুর্থ ও ষষ্ঠ টার্মের দুইটি পরীক্ষা স্থগিত রয়েছে। ল্যাবে যন্ত্রপাতি না থাকায় পঞ্চম সেমিষ্টারের একটি ল্যাব কোর্স এখনো অসমাপ্ত রয়েছে এবং ভবিষ্যতের ল্যাব কোর্স সমূহও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

তথ্য ও প্রযুক্তি (আইটি) বিভাগ চালু হলেও ল্যাবে ইন্টারনেট সুবিধা অত্যন্ত অপ্রতুল। কেন্দ্রীয় লাইব্রেরী ও বিভাগীয় লাইব্রেরীতে প্রয়োজনীয় বই না থাকায় তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও অদ্যবধি তাদের ন্যায্য দাবি পুরণ করা হচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন। তাঁরা জানান, তাদের দাবি সমূহ বাস্তবায়নে কর্তৃপক্ষ ঘড়িমসি করলে তাঁরা আরো কঠোর আন্দোলনের কর্মসূচী দিবেন।

উপাচার্য্য (ভিসি) ড. সঞ্জয় কুমার অধিকারী শিক্ষার্থীদের সবকয়টি দাবিকে যৌক্তিক বলে অবিহিত করে বলেন, ‘দুই মাস ধরে শিক্ষক নিয়োগ বন্ধ। কয়েকদিনের মধ্যেই একজন খন্ডকালীন শিক্ষক যোগ দেওয়ার কথা রয়েছে। তা ছাড়া ইন্টারনেট সুবিধা বৃদ্ধিসহ অন্যান্য সমস্যার সমাধানের জন্য তিনি ব্যাক্তিগতভাবে নানা চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে এজন্য শিক্ষার্থীদেরও দৈর্য্যরে পরিচয় দিতে হবে। কারণ আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে’।

#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।