আমাদের কথা খুঁজে নিন

   

লোডশেডিঙের কাঁথার নিচ থেকে উকি দিয়ে একখান কৌতুক

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

বঙ্কু একজন বিশিষ্ট ব্যবসায়ী। তাহার বিশাল বিশাল ব্যবসা রহিয়াছে। তাহার একটি বিশেষ বৈশিষ্ট হইল যখন নতুন কোন দল সরকারে আসে তখন তিনি সেই দলে ঘটা করিয়া যোগদান করেন। সরকারী দলও তাহাকে আনন্দের সহিত বুকে টানিয়া লয়, পূর্বে তিনি কোন দল করিয়াছে তাহা কেহ বিবেচনা করিতে চাহে না।

বিবেচান করারও বিষয় নহে, তাহার সাথে বিশেষ লেনদেন চলিবে তাহাই অনুচ্চারিত মূখ্য। কিন্তু একদিন এক সাংবাদিক সম্মেলনে এক বেয়াড়া সাংবাদিক তাহাকে বেফাস প্রশ্ন করিয়া বসিল, "আপনি প্রতিবারই দল পরিবর্তন করে ক্ষমাতসীন দলে যোগ দেন, আপনার কি কোন আদর্শ নেই? এটা কি আপনার সুবিধাবদী চরিত্রের প্রকাশ নয়?" ব্যবসায়ী হাসিয়া উত্তর করিলেন, "কে বলেছে আমি দল পরিবর্তন করি! আমি সরকারের সমর্থক। আর সরকারই প্রতিবার দল পরিবর্তন করে। " [সংগৃহীত কৌতুক, ঈষৎ সম্পাদিত। ] ইদনিং লোডশেডিঙের জ্বালায় ইন্টানেটে বসার সুযোগ পাই খুব কম।

তবে মোবাইলে শুধু পড়ি। তাই লোডশেডিংয়ের ফাক-ফোকর দিয়া যেটুক সুযোগ পাব এমন টুটকা-টাটকা পোস্ট দিয়া দিন চলিবেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.