আমাদের কথা খুঁজে নিন

   

হাসিবরে নিয়া ও হাসিবের থিকা নিয়া কয়েকটা লাইন

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

হাসিব আমার পুরানো কমরেড। এ-টিমের হয়া এক লগে লড়ছি। সেই হাসিব যখন ব্যান হইলো, তখন এইটা নিয়া আমি মাইরা লামু-কাইট্টা লামু হুঙ্কারে ফাইটা পড়ি নাই। ব্লগে আন্দোলনের ডাক দিই নাই। আনব্যান হাসিব নামে কোনো ইমেজ ফাইল প্রোফাইলে এড করি নাই।

হইতারে তার ব্যানের সম্ভাব্য কারণটা জানা ছিলো বইলা এইসব করা হয় নাই। করলে তারে যে অপমান করা হয় এইটাও বোধে ছিলো। গতকাল তার সঙ্গে ভোর পর্যন্ত আড্ডা দিছি। নানা বিষয় নিয়া। সেই আড্ডা তারে নিয়া এই লেখার প্রসবে প্রভাব ফেলে নাই- এমন দাবি পুরাপুরি সত্যনিষ্ঠ হবে না।

অনুঘটক হিসেবে কাজ করছে অবশ্যই। কারণ আড্ডাবাজির পরেই পুরান কিছু পোস্ট গুতাইতে গিয়া আমার একটা ভ্রান্ত ধারণার অবসান হইলো। হাসিব শুধু কমেন্ট করে, পোস্ট লেখে না- এইটাই আমি জানতাম। ক্রস চেক করা হয় নাই। কিন্তু মানস চৌধুরীর একটা পোস্ট দেখতে গিয়া আমি পাইলাম অসাধারণ একটা লেখা।

মুগ্ধ হইয়াই সেটা প্রিয়তে এড করছি। সেইখানে হাসিবের বিশ্লেষনী পরিপক্কতা, ইন ডেপথ এনালিসিস অসাধারণ। সেইখানেই আসলে আমার এই লেখার মূল উপাদানটা পাইলাম। হাসিব লিখছেন : ব্লগিঙকে ঠিক মতো স্বাধীনভাবে বাড়তে দিলেই একমাত্র এর পরিপূর্ন বিকাশ সম্ভব । এটাকে কোনরকম উপদেশমূলক অবস্থানের চোখে দেখার কোন অবকাশ নেই ।

ব্লগারদেই লেখাই নির্দেশ করবে বাংলা ব্লগিঙের ডেফিনেশন । বর্তমান প্রেক্ষাপটে অতি সত্য উচ্চারণ। আসলেই হঠাত কইরা কিছু পন্ডিতের আগমন ঘটছে সামহোয়ারে। তারা ব্লগিংয়ের নানা নর্ম ও কন্ডিশন বাইধা দিতেছেন নানা সুপারিশমূলক পোস্টে। দেইখা যে কারো মনে হইতে পারে যে সামহোয়ার এদের বঞ্চনা করতেছে তাদের পোস্টগুলা স্টিকি না কইরা।

নীতিমালায় পর্যন্ত নাই, এমন ব্যাপার স্যাপার এমন কিতাবী স্টাইলে তুইলা ধরতে কয়জন পারছে। তাদের বলি। পিলিজ। এইসব পন্ডিতি ছাড়েন। আমি যদি স্বরে অ লিখি।

সেইটাই আমার পোস্ট। ভাল্লাগলে পড়বেন, নাইলে পড়বেন না। সেই অধিকার আপনার আছে। আরো আছে পছন্দ হইছে (+) বা অপছন্দ হইছে (-) অপশনের ব্যবহার। কিন্তু সেইখানেই থামেন।

অহেতুক দিক নির্দেশনা দিয়েন না। অনুরোধ করি। এইটার শুরু থিকা আমরা আছি। ভাইঙ্গা গইড়া একটা বিবর্তনের মধ্যে দিয়াই আমরা একটা গন্তব্যে কিংবা যাত্রা পথে আছি। কিতাবি কিছু চাপাইয়েন না।

ব্লগ পয়গম্বরের দরকার নাই আমাগো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।