আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশের জন্য দরকার ডিজিটাল সোসাইটি… দরকার প্রাইভেসি নিভর্র বাংলাদেশী সোশাল নেটওয়ার্ক্ এর



আসলে কমিউনিটি আর সোশাল নেটওয়ার্ক্ সাইটের মধ্য অনেক প্যাথর্ক্য আছে। FaceBook আর bdspot.com সোশাল নেটওয়ার্ক্ সাইট হলেও Hi5/Faceboi/Hottdhaka/Amarspace এই সাইট গুলো কমিউনিটি সাইট। কমিউনিটি সাইট এ প্রাইভেসি খুব কম ও অনেকাংশে কোনে প্রাইভেসিই থাকে না। কিন্তু সোশাল নেটওয়ার্ক্ সাইটের প্রাইভেসি অনেক বেশী থাকার কারোনে মেমবারসদের তথ্য, কাযর্ক্যম থাকে আনেক ব্যক্তিগত। আবার প্রাইভেসি বলতে বুঝায় নিজেকে অপরিচিত কোন স্থানে উপস্থাপন না করা। একটু খেয়াল করলে দেখা যাবে যে কোন কমিউনিটি র্পোটালে নতুন একাউন্ট খুললে নতুন সদস্য হিসেবে সবার সামনে উপস্থাপন করা আবার বন্ধুর সংখ্যা বেশী হলে পোপুলার সদস্য হিসাবে এবং পোর্টালটিতে লগইন করলে লাষ্ট ভিজিটর হিসাবে দেখাবে। আর এই ধরনের তথ্য যদি কোন অপরিচিত মানুষের কাছে উপস্থান করা হয়, তখনতো প্রাইভেসি হুমকির মুখে থাকবেই। এই ধরনের প্রাইভেসির কারনেই সোস্যাল নেটওয়ার্ক র্পোটাল গুলো হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। সেইসব তথ্য- উপাত্ত্ বিবেচনা করে বলা যায় যে সদ্য যত্রা হওয়া http://www.bdspot.com বাংলাদেশের সবপ্রথম সোশাল নেটওয়ার্ক্।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.