আমাদের কথা খুঁজে নিন

   

বায়বীয় ব্লকে বাংলাদেশের আকাশ স্থির

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বাংলাদেশ থেকে সাইবেরিয়ান সেই পাখিটা ফেরত যেতে পারলো না। বায়বীয় ব্লকে আকাশে স্থির হয়ে রইলো। ইদানিং সূর্যরষ্মিও কিছুটা রাখঢাক করে পেড়ুচ্ছে এই অঞ্চল। ডিজিটাল ব্লকে ধুমধাম নিরুদ্দেশ হচ্ছে কিরণ। ঘরের মধ্যে বিদ্যুৎ ব্লক, পানির পাইপে তৃষ্ণা ব্লক - আরো যাবতীয় বিপদের স্তুতি নিয়ে শান্তি এখন ব্লক হয়ে আছে সেনাবাহিনীর চৌবাচ্চায়।

উছলে পড়া কিছু বিপথগামী পানির ফোয়ারাও ব্লক হয়ে আছে সুনিশ্চল ক্যান্টনমেন্টে। সব কিছুর শুরুটা হয়েছিল কিছু জীবিত মানুষের ব্লকাভিযানের মাধ্যমে। দরবার হল ব্লক করে যখন পিলখানা হয়ে গেলো বিদ্রোহের অভয়ারন্য তখন তিনকিলোমিটার ব্লক জুরে কেবল ব্লকের বগবগানী। শেষমেষ ডিজিটাল সৌহার্দ্যে কিছু দৃষ্টি ব্লক করে আমরা জমিনে খুঁজে পেলাম ব্লকড একটা গুহা। তার ভেতর থেকে রাশি রাশি লাশের ব্লক যখন আমাদের আবেগকে ব্লক করে দিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষায়....তখন শুরু হলো আসল খেলা।

আমাদের সূর্যকিরণ ব্লক, আমাদের নিশ্বাস ব্লক। এখন আমাদের জৈব প্রয়োজনের সব উপাদান ব্লক এবং তা নিয়ে দাবী উচ্চারণের ভাষাও ব্লক। সামনের বছর সাইবেরিয়া থেকে যে সমস্ত মুক্ত পাখীগুলো আসবে...তাদেরও ব্লক করা হবে.....নতুন সামরিক ইশতেহার জারি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।