আমাদের কথা খুঁজে নিন

   

(প্রায়) মাগনা কথা বলার দিন কি শেষ হতে চললো?

বুকের ভেতর বহুদূরের পথ.........

অনেক দুঃখের মইধ্যেও একটা দিকে খুব সুখে আছিলো বাঙালী, কথা কইতে পারতো মনের সুখে। এহনো যে পারেনা তা না, সে কথায় পরে আইতাছি। সেই যে ডিজুস বহাইছিলো মজমা- সারা রাইত মাগনা কথা কওনের 'চান্স অফ লাইফটাইম'। বাঙালী জানলো কল কনফারেন্স কারে কয়। হের বাদে আইলো '২৫ পয়সা', তারপর থাইকা বাঙালীর খালি কথা আর কথা।

যদিও শুধু এফএনএফ আর অফ পীক আওয়ারে এই সুবিধা পাওয়া যায় কিন্তু বাঙালী অতি হুঁশিয়ার জাত। আর কোন সময় কথা কইলে তো! দরকার হইলে ১০ টা সিম কিনে তারপরও ২৫ পয়সা ছাড়া আর কোন রেটে কথা কয়না (নেহায়েত দায়ে না পড়লে)। এহনো অবশ্য খুব ভয় পাওয়ার তেমন কিছু ঘটে নাই। শুধু একটেল বন্ধ কইরা দিছে ২৫ পয়সায় কথা কওয়ার সুবিধা। একটেলের নরমাল ট্যারিফ প্ল্যানের (যারা '৬৮ পয়সা' নেয় নাই) গ্রাহকরা এহন থাইকা এফএনএফ আর অফ পীক আওয়ারে ২৫ পয়সার বদলে ৪০ পয়সায় কথা কইবো।

http://aktel.com/?module=176 কাস্টমারেরা অবশ্য এহনো বুঝবার পারেনাই। কারণ মুবাইল ওয়ালারা হইলো গিয়া চালাকের বিচি, একটা প্রোমোশনাল অফার চালাইতাছে- ২ মিনিট কথা কইলে ১ মিনিট ফ্রী। যে কারণে ৩ মিনিট কথা কইলে আগে যেহানে লাগতো ৭৫ পয়সা এহন লাগবো ৮০ পয়সা। কিন্তু যহনি এই প্রোমোশন বন্ধ হইবো তহনি পাবলিক খাইবো ধাক্কা। বাংলাদেশের মুবাইল আলাগো মইধ্যে এক জিপি ছাড়া সবাই লস দিতাছে।

কবে যে একটেলের দেহাদেহি বাকী গুলানও '২৫ পয়সা' বন্ধ কইরা দিবো হেই ডরে আছি। "বচ্ছর বচ্ছর আমরা দিমু লস আর হালার বাঙালী তুমরা মাগনা মাগনা কথা কইবা? কথা তুমাগো *** দিয়া *** দিমু"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।