আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব প্রিয় কিছু CLASSIC...

আমি হেঁটে যাই অজানার পথে নিরন্তর........

CLASSIC-শব্দটা আমাকে খুব টানে। যেকোন CLASSIC NOVEL পেলেই গোগ্রাসে গিলি। সেরকমেরই কিছু CLASSIC বয়ান করব আজ। ডিকেন্সের GREAT EXPECTATIONS...অনাথ পিপের দুর্দান্ত জীবন সংগ্রাম,এস্টেলার প্রতি ভালবাসা,সব প্রতিকূলতাকে জয় করা....এযেন জীবনের এক অপূর্ব গাঁথা। বইটির একটি অসাধারণ অনুবাদ ছিল "বড় আশা করে"।

ভিক্টর হুগোর Les Misérables....কয়েদী জাঁ ভালজার জীবনকাহিনী,অন্ধকার থেকে আলোতে আসার কাহিনী,প্রেম আর মহানুভবতার অপূ্র্ব সংমিশ্রণ। বইটি পড়ার সময় কত বার যে চোখ ভিজে ওঠেছিল তার হিসেব নেই। আলেক্সান্ডার দ্যুমার The Three Musketeers... দ্যআরতাঁগনান,আথোস,পার্থোস এবং আরামিস..অনবদ্য দেশপ্রেম,বন্ধুত্ব,ফরাসি সমাজ,বাস্তিল দুর্গ-এসবই যেন জীবন্ত হয়ে ওঠে। ThreeMusketeers এর পরবর্তী পর্ব Twenty years After পড়ার পর হাউমাউ করে কেঁদে উঠেছিলাম। ওয়াল্টার স্কটের Ivanhoe...কত রাতে যে স্বপ্ন দেখেছি আইভানহো এর সাথে ঘোড়ায় যাচ্ছি।

স্যাক্সন,নরম্যান,কিং রিচার্ড,অপূ্র্ব সুন্দরী রোয়েনা...এসব কখনই ভোলার নয়। মার্ক টোয়েন এর টম সয়্যার কিংবা হাকেলবেরি ফিন...এদুইজনকে কি ভোলা যায়?দুঃসাহসী সব কাজ আর নিয়ম ভাঙ্গতে এদুই classic বস্ আজো আমার স্বপ্নে ঘুরে বেড়ায়। হেমিংওয়ের old man and the sea...বুড়ো সান্তিয়াগো আর হাঙরের যুদ্ধ আজও বিস্মিত করে আমাকে,আমি যেন বালক মানলিন প্রতি মুহূর্তে চাই বুড়োটা নিরাপদে ফিরে আসুক। Hats off to u Santiago, hats off... Harriet Beecher এর Uncle Toms Cabin...এক বিকেলে পড়া শুরু করলাম অসংখ্যবার আংকেল টমের জন্য কেঁদেছি আর শেষটুকু নাইবা বললাম...... এরকম আরো অনেক অনেক অসাধারণ চরিত্রআছে যেগুলোর কথা আরেকদিন না হয় বলব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।