আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআর ট্র্যাজেডির তথ্য



ডিএডি তৌহিদ জিজ্ঞাসাবাদে বিডিআর ট্র্যাজেডির তথ্য দিতে শুরু করেছে পিলখানায় হত্যাযজ্ঞের আগে দুই দফা ব্যারাকে বিডিআর বিদ্রোহ নিয়ে বৈঠক হয়। এই বৈঠকের নেতৃত্ব দেয় ডিএডি তৌহিদসহ আরো দুই বিডিআর এর ডিএডি। ২৫ ফেব্রুয়ারী লাল ও হলুদ কাপড় পড়া ৮২ জন সদস্য ছিলেন। এরা ৭টি ভাগে বিভক্ত হয়ে কাজ করে। এ ছাড়াও পিলখানায় অস্ত্রধারী বিডিআর সদস্যরা নিজেদের মধ্যে গড়ে তুলেছিলেন কমান্ড কন্ট্রোল।

আর সব কিছু কন্ট্রোলের দায়িত্বে ছিলেন ডিএডি তৌহিদ। টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে বিডিআর ট্র্যাজেডির ঘাতক তৌহিদ এসব কথা স্বীকার করে। তিনি আরো বলেছেন, যাদের মুখে লাল ও হলুদ কাপড় ছিল তারা সবাই কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এই দিন লাল ও হলুদ কাপড় পড়া ৮২ জন সদস্য ছিলেন। অন্যরা মুখে গামছা পড়েছিলেন।

তারা সবাই জওয়ান ছিলেন। অন্যদিকে, বিদ্রোহীদের ছবি থেকে ধারণা করা যায়, একটি গ্রুপ ছিল লাল কাপড় মুখে বাঁধা, আর একটি গ্রুপ ছিল লাল চাদরে ঘোমটা দেয়া, আর একটি গ্রুপ ছিল হলুদ কাপড়ে বাঁধা, অন্য একটি অংশ ছিল অ্যাশ কালারের কাপড় মুখে বাঁধা। এছাড়াও আর একটি গ্রুপ ছিল যাদের মুখে কোন কাপড় বাঁধা ছিল না। অন্য আরও একটি গ্রুপ ছিল বলে জানায় ওই সূত্র। সূত্র জানায়, গোয়েন্দারা ধারণা করছেন, অপারেশন করার কারণেই ওই সব মুখোশ তারা পরেছিল যাতে কে কোন গ্রুপের তা তাদের লিডারদের বুঝতে সুবিধা হয়।

এ ছাড়া সেনারা খতিয়ে দেখছেন, প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্য দেয়ার জন্য তাদের যমুনায় নিয়ে যাওয়ার আগে কি কি বলা হয়েছিল। ১৪ জন তাদের নির্দেশদাতাদের কাছ থেকে কি নির্দেশ পেয়েছিল। সূত্র জানায়, তৌহিদকে এ ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তার কাছে জানতে চাওয়া হবে কত টাকা পেয়েছে আর অপারেশন সফল হলে তারা কি পরিমাণ অর্থ পেতো। সেনারা আরও খতিয়ে দেখবে, তৌহিদসহ বাকি ১৪ নেতার গত এক বছরের কাজের রেকর্ড।

ওই সময়ে তারা কবে কখন কোথায় ডিউটিতে ছিল বা ছুটিতে গেছে আর ছুটিতে গেলে কোথায় থেকেছে। সূত্র জানায়, তৌহিদ র‌্যাব ও সিআইডির কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে একা অপারেশনের নেতৃত্ব দেয়নি। অন্যরা বাইরে থেকে এসেছিল। তৌহিদ আরও বলেছে, সে সবকিছু জানতো না। সব পরিকল্পনা জানতো অন্য কেউ।

ওই অন্য কেউ কে বা কারা এ ব্যাপারে সে মুখ খোলেনি। তৌহিদ বলেছে, সে বেশি কিছু জানে না। সে কারও নির্দেশমতো চলেছে। তবে নির্দেশদাতার নাম এখনও বলেনি। সে বলেছে, আমাকে সামনে রেখে অন্যরা পেছন থেকে কাজ করেছে।

আরও জানতে: http://www.the-editor.net

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.