আমাদের কথা খুঁজে নিন

   

প্যারী কমিউন থেকে পিলখানা > কর্ডওয়েল থেকে ‌কডলিভার অয়েল

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
আঠারশ' ছত্রিশটি বন্দুক কলকল জলরাশি আঠারশ' ছত্রিশটি বন্দুক প্রেমময় আলিঙ্গন। আঠারটি বসন্ত পরে একমানুষ সমান উচ্চতা, আঠারটি মানুষ ছত্রিশ বছরেও মানুষ নয়! ক্রিস্টোফার কর্ডওয়েল বসে আছে পরিখাধারে আঠার দিনের কমিউনের লাশে ভরে উঠেছে খাল, আঠার শতকের কথা আঠার সমান উচ্চতার মানুষ মনেও রাখেনি, কেননা বাস্তিল দূর্গ আজো সমূখে খাড়া। আঠার শতকের ঘৃণা আঠার বন্দুকে ঠাসা আঠার বয়সী মানুষ আঠার উচ্চতায় নেই, আঠারটি বুলেট পরম মমতায় শ্রেণীঘৃণা মাখে ঝরে যাবে জেনেও শিউলীরা ফোটে আঠার জনম পরেও আঠারোর জোয়ান আঠার বন্দুক তাক করে ধরে আঠারোর থেকে। হয় তুমি, না হয় আমি, এক জনই শুধু বাঁচতে পারি হয় আজ তুমি,কাল বুঝি আমি,ফাঁসীতে ঝুলতেই পারি। আঠারোর তরুণ আঠার বন্দুকে ফুল ছুঁইয়ে বেয়োনেট গাঁথে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।