আমাদের কথা খুঁজে নিন

   

হচ্ছেটা কি এসব!!!!!!!!!!!! পাগলামী

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

আরে এসব হচ্ছেটা কি আমার সাথে। আগে তো বলত আধা পাগল এখন তো সবাই আমাকে পুরা পাগল বলতে শুরু করবে। ঘন্টার পর ঘন্টা একটানা কাজ করে ্যাচ্ছি ,খাওয়া দাওয়ার ঠিক নেই। কাজের সময়ের ঠিক নেই কি কাজ টার ঠিকনেই পাগল হবো না তো কি হবো? কাজ ্যেটা করি বাংলায় তা বলতে হয় ভান্ডার রক্ষক। মালামাল আসছে গ্রহন করে কম্পিউটারে এন্ট্রি করা।

স্টক কি তা সপ্তাহ শেষে রিপোট করা। চাহিদা র পরিমাণ জানানো। কাজের বেলায় কারও কোন কিছুর দরকার হলে আমাকে জানবে আমি তা পৈাছাবার ব্যবস্থা করব। আরামের কাজ, আহ কি শান্তি। কিন্তু এই আমেরিকানিরা এলেই আমার সব শান্তি শেষ।

নিজের কাজ পরে আগে আমেরিকা গামী সব মালের কোয়ালিটি কন্ট্রোল করতে হবে আমাকে । কাজের শেষ নেই। এদিকে বাইরে থেকে যারা মালামাল নিয়ে আসছে বেল বাজাতে বাজাতে কান ঝালা পালা করে ফেলে। আরেকটা আছে ফোন সেটা তো সারাদিন বেজেই চলছে। আমার এটা নাই, আমার ওটা লাগবে, রাজন তারাতারি এদিকে আসো একটু সমস্যা হচ্ছে।

আরে বাবা আমার হাত পা দুইটাই তো নাকি? কয়দিকে যাই? দিনের নিদিষ্ট্য সময় শেষ এবার চুল ছিড়। সারাদিনে ্যা মাল এসেছে গুছিয়ে রাখ। ্যত পার এন্ট্রি কর। রাতের ৭/৮ বাসায় ফির। তার রান্না গোসল উহ! দেশে কত বড় একটা ঘটনা ঘটল আর আমি শুধু দর্শকের ভূমিকায় দুর হতে দেখলাম, দেখলাম না ঠিক সাম" এর জন্য অনেক কিছু জানতে পারলাম।

মানুষ কিভাবে অমানুষ হয়ে যায়, স্বার্থ ্যে কিভাবে জীবনের চেয়ে বড় হয়ে যায়। খবরা খবর পড়তে অনেক সময় পাড় হয়ে ্যায় তাই লেখা হয়ে উঠে না। ক্লান্ত শরীরটাকে বিছানারা কাছে সম্পর্ন করে ্যখন একটু ঘুম খুজি । তখন উনি হাজির হন। কি জালা ধরতে চাইলে ধরতে পারিনা ।

ছুতে চাইলে নাগাল পাইনা তবে কেন ঘুমের ঘরে জালাতন করিস। পাগল ্যে কত টুকু হয়েছি টার একটা ছোট উদাহরণ দেই। এক ভাই তার বিবি স হ আমার বাসায় এসেছে। নেটে কথা বলবে কেমে চেহারা মোবারক দেখাবে আর ছবি পাঠাবে। আমার আইডি তে নাকি দাওয়াত দিয়ে রেখেছে দেশ থেকে ।

তো আমি অনলাইনে ্যেতেই দেখী দাওয়াত । কবুল করলাম। আমার ্যেহেতু কথা বলার দরকার নাই তাই ছবি গুলো পাঠিয়ে আমি রুম ত্যাগ করার ইচ্ছা নিয়ে একটার পর একটা ছবি সেন্ড করতেই থাকি। ফাকে ফাকে হায় হেলো বিতরণ হচ্ছে। সেন্ডিং শেষে আমি ্যখন কেম ওপেন করে চলে যাব অপর পাশ থেকে জানাল আমি নাকি হিরো র মতো!!!!!!!!!।

আরো দু একটা বাক্য বিনিময় শেষে হেড ফোনটা ঐ ভাইয়ের হাতে দিলাম কথা বলার জন্য। এই রাজন কই লাইন দিস এ তো ইতালিয়ান কথা ও বলে। আরে বলেন কি ? ফোন কানে দিয়ে আমি তো ব্যা । সামহোয়ারে পরিচয় মিলানোর নির্জর ভাই। তাকে কোন সু্যোজ না দিয়ে আমি ছবি পাঠিয়েছি আর উনি তা দেখেছেন।

আর আমি তার ছিড়া বলদ বেকুব হইলাম আবারও। সারাদিনের মাথা খারাপ নানা কথা লিখতে গেলে সাম" জায়গা হবেনা । তয় এটুক না কইলেই নয় মোবাইল আর মাউস না দিনে ্যে কত বার একসাথে পকেটে ভরি টার কোন ঠিক না। আর কল আসলে তো মা..........।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।