আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর সেনবাগে বিদ্যুতের দাবীতে ইউএনওর কাছে কৃষকদের স্মারকলিপি অবস্থান কর্মসূচী



নোয়াখালীর সেনবাগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মঙ্গলবার দেড় শতাধিক কৃষক উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান এবং তাঁর কার্যালয়ের সামনে প্রায় দুইঘন্টা অবস্থান কর্মসূচী পালন করে। এসময় ইউএনও ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কৃষকদের সমস্যার কথা শুনে বিষয়টি গুরুত্বসহকারে উধর্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়ে কৃষকদের শান্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম সোহেল বলেন, তাঁরা কৃষকদের সমস্যার কথা শুনেছেন। তাঁরা একটি স্মারকলিপিও দিয়েছে। এবিষয়টি উধর্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সকাল পৌনে এগারটার দিকে শতাধিক কৃষক মৌন মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এসময় ইউএনও পরীক্ষার কেন্দ্রে ছিলেন। খবর পেয়ে তিনি কার্যালয়ে এলে কৃষকদের পক্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো, যুবলীগ আবহবায়ক আলী আক্কাছ রতন ও কৃষক সফিউদ্দিন আহম্মদ তাঁর কাছে যান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। পরে ইউএনও’র অনুরোধে পল্লী বিদ্যুতের সেনবাগ কার্যালয়ের ডিজিএম মোঃ মোশারফ হোসেন সেখানে আসেন। এসময় তিনিও কৃষকদের কাছ থেকে তাদের বক্তব্য শোনেন এবং জাতীয় গ্রীড লাইনেই চরম বিদ্যুৎ সংকট চলছে বলে জানান।

এর পরও তিনি উধর্বতন কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে জানানোর আশ্বাস দেন। এর পর দুপুর সাড়ে বারটার দিকে কৃষকেরা অবস্থান কর্মসূচী সমাপ্ত করে শান্তিপূর্ণভাবে উপজেলা চত্বর ত্যাগ করেন। অবস্থান কর্মসূচী চলাকালে কৃষক আবদুল মতিন ছাড়াও ক্ষুব্দ কৃষকদের দাবির প্রতি একত্বতা জানিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো, উপজেলা যুবলীগের আহবায়ক আলী আক্কাছ রতন ও যুবদল কর্মি আবদুল আজিম মিন্টু বক্তব্য রাখেন। এসময় কৃষকেরা বিদ্যুতের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বক্তারা অভিলম্বে সেনবাগের বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেন অন্যথায় আন্দোলনের মাধ্যমে তাঁরা তাদের দাবি আদায়ের চেষ্টা করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.