আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীর নামে কোন কথা বলা যাবে না - সেনাদের দাবী

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

প্রথম আলোতে দেখলাম সেনা সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে দাবী করেছেন যেন সেনাবাহিনীর নামে কোন বিষেদাগার টক শোতে করা না হয়, শুধু তাই না সংসদেও সেনাবাহিনীর নামে এরকম কথা বলা যাবে না। Click This Link যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেককে ঢাকায় একটি করে ফ্লাট অথবা প্লট এবং নগদ এক কোটি টাকা দিতে হবে। আরও বলা হয় "আপনার কি দরকার বলবেন, আমরা করে দেব। সেনাবাহিনী নিয়ে রাজনীতি চলবে না" নিজের ব্লাডি সিভিলিয়ান বু্দ্ধি দিয়ে যা বুঝলাম - প্রধানমন্ত্রীর কাছে সুরটা দাবী'র ছিল না, ছিল নির্দেশের।

মিডিয়াতে এমনিতেই সেনা তোষণ শুরু হয়ে গিয়েছে, তারমানে এখন সেনাবাহিনী সম্পর্কে কোন কিছু বাইরে বলা যাবে না। দুর্নীতি চাপা দেওয়া হবে আরও সহজ। ব্রাভো সেনাবাহিনী, এগিয়ে যাও আমরা আছি তোমাদের সাথে। আমরা কোনদিন ব্লাডি সিভিলিয়ান গালি খেলেও কিছু বলব না। গতকাল মনে হয় একই পত্রিকায় দেখলাম সম্পাদক মতিউর রহমান ব্রিগেডিয়ার শাকিলের সাথে তার পরিচয়ের কথা বলেছেন, শাকিল একজন উদার গণতন্ত্রমনা অফিসার সেই কথা বলেছেন।

দুর্নীতির ব্যাপারে তদন্ত হয় নাই তাই এখন কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন। তুমি একটা পত্রিকার সম্পাদক, তাইলে তুমি পুতুপতু কথা বলে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলা করার মানে কি। কেন তুমি কি জান না যে, শাকিলের বউ বিমান বন্দরে ৪কোটি টাকা নিয়ে ধরা খাইছিল, নাকি তোমার পরিচিত বলে সব মাফ। অবশ্য এমন বহুৎ করছে এই কর্পোরট পত্রিকা - টাকা দিলে নিউজ নাই। এই পত্রিকাটার ২ নম্বরি দেখলে মন চায় ঐ ব্যটারে গিয়ে একটা থাপ্পড় লাগায় আসি।

ফাজিল কোথাকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.