আমাদের কথা খুঁজে নিন

   

সিসিফাস তোমার রোদের শহর ভুল স্বপ্নের উপপাদ্য

ডুবোজ্বর

০১০৩০৯ সিসিফাস তোমার রোদের শহর ভুল স্বপ্নের উপপাদ্য যে পাহাড় ও পাথরের ঘ্রাণে ও পরিক্রমায় শুদ্ধ হয়েছিলে এখন পুনর্বার তোমাকে ডাকে পাথর এখন পুনর্বার তোমাকে ডাকে পাহাড়ের দাঁত ও নখর তুমি বৃত্তের পদলেহি তুমি অবিনশ্বর তোমাকে রোজ আয়নায় দেখি তোমার চুলে সিঁথি কাটি তোমাকে দাঁত দেখাই পকেটে ময়লা ছেঁড়া দুটাকার নোট ডানা চুলকায় অস্থির তার বুকে দোয়েল ও শহিদ মিনারে খুশকি ও উকুন তোমাকে তারা নপুংসক শুয়োর বলে গালি দেয় আমার আয়না ভেঙে তুমি বেরিয়ে পড়ো পাথরটাকে ঠেলে তুলো পুর্নবার সেঁটে দাও পাহাড়ের হা করা মুখে চিরদিন তারপর তুমি আর আমি দোয়েলের কাছে যাবো রোদের ডালপালা তারপর আমরা দুজনে শহিদমিনারে নতজানু কলতলা সিসিফাস তোমার রোদের শহর ভুল স্বপ্নের উপপাদ্য রাত ২ টা ৩৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।