আমাদের কথা খুঁজে নিন

   

অকর্মার দিনলিপি: ভেবে ভেবে সারা

Antimonos মানে একাকিত্বের শত্রু।

ব্লগিঙে আগ্রহ ছিল না। খুব কম মাঝে মাঝে আসতাম। এক বন্ধুর উৎসাহে সাইন আপ করি। কিন্তু লেখার ক্ষমতা বা আগ্রহ নেই তাই এক মাসেও কিছু লিখতে পারি নি।

বিডিআর সংক্রান্ত সাম্প্রতিক অস্থিরাতায় পত্রপত্রিকা সরাসরি কোন আপডেট দেয় না, তাই ব্লগে ঢুকেছিলা। আপডেট তথ্য যা পেয়েছি তারচে বেশি গুজব আর বিভ্রান্তিমুলক লেখা। না লিখলে হয়তো মন্তব্য করার সুযোগ পাব না, তাই লিখার চেষ্টায় আছি। কিন্তু কি লিখব ভেবে ভেবে সারা। বাংলা টাইপিং নিয়ে কোন সমস্যা আমার নেই, শুধু কিছু বানান ভুল হয় এই যা।

কি লিখব? ব্লগ নাকি দিনলিপি লেখার যায়গা। তাহলে আজকের অর্ধ দিবসের দিনলিপিই লিখি। হায় হায় কি লিখব! আজকে তো তেমন কিছুই ঘটে নি। আম্মা গেছেন নানা বাড়ী। তাই সাকালে উঠিয়া আমি বাজারে গিয়া নাস্তা করিলাম।

ফিরে ঘর ঝাট দেয়ার কাজটিও আমিই করিলাম। ঘরে দুধ নাই। ঘুম থেকে উঠিতে দেরি করার অপরাধে বাজারে গিয় দুধ পাই নাই। তাই চা বানানো হল না। তার পর আসিয়া বসিলাম কম্পিউটারে।

তারপর এই.... ভাবিতেছি দুপুরে ভাত চড়াইব। এই বিষয়ে আমার অভিজ্ঞতা সুখকর নয়। ইতোপূর্বে আমি ভাতি রধিতে গিয়া তাহা ভর্তা বানাইয়া ফেলিয়াছিলাম, আর নিচের দিকের ভাত পুড়িয়া গিয়াছিল। তবু কবি বলিয়াছেন, একবার না পরিলে দেখ শতবার। শতবার দেখিতে গিয়া ড্রামের সমস্ত চাউল শেষ হইয়া যাইবার আশংকা আছে।

আপাতত এই..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।