আমাদের কথা খুঁজে নিন

   

আল জাযিরাতে সাজিব ওয়াজেদ এর সাক্ষাতকার

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
এই মাত্র সাজিব ওয়াজেদ এর ছোট একটি সাক্ষাতকার আল জাযিরা ইংরেজি টিভি প্রকাশ করেছে। দেখলাম ইন্টারনেটে " Livestation" programme টি দিয়ে। সাক্ষাতকার এর বিষয় অবশ্যই ঢাকায় মর্মান্তিক বিডিআর এর "বিদ্রোহ" নিয়ে। সাজিব ওয়াজেদ কে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে পরিচিতি দেয়া হয়েছে। তিনি জানালেন সামরিক বাহিনী এই "বিদ্রোহ" নিয়ন্ত্রন ও দমন করতে অত্যন্ত পেশাদারি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে।

তিনি স্বীকার করলেন যে, বিডিআর এই "বিদ্রোহ" নানাহ বঞ্চনার থেকে ক্ষোভের বহিপ্রকাশ। তিনি আরও জানালেন যে, সরকার ও সরকারের মন্ত্রী "বিদ্রোহ" চলাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সামরিক অফসারদের পরিবারদের "বিদ্রোহ" এলাকা থেকে বিরাপদে বাইরে নিয়ে এসেছে। আরও জানালেন, তার মা এক দিন পূর্বেই বিডিআর এর দাবি দাওয়া আলোচনার পথ উন্মুক্ত করেছিলেন। আল জাযিরা সংবাদ ভাষ্যতে সামরিক বাহিনীর অফিসাররা উচ্চভিলাসী বানিজ্যিক চুক্তিতে অত্যন্ত আগ্রহী বলে জানালেন এবং তা করতে গিয়ে তারা অনেক দূর্নীতির ও আশ্রয় গ্রহন করে থাকেন। উদাহরন স্বরুপ উপকূলের তেল সম্পদ আহরনে চুক্তির উদ্ধৃতি দেয়া হয়।

তবে তিনি জানালেন না, সামরিক ও বেসামরিক গোয়েন্দা বিভাগ কি ভাবে এত বড় আকারের নিধনের পরিকল্পনা আঁচ করতে সক্ষম হয়নি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।