আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন পুরস্কার বিতরণী

'সত্যিই আমি অভিভূত। কল্পনাও করিনি এমন একটি পুরস্কার আমি জিতব। আমার এত্তো ভালো লাগছে যে বুঝাতে পারব না...। ' -বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন টি-২০ বিশ্বকাপ কুইজের প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী ঢাকার গোলাপবাগের মো. তসলিম উদ্দীন এভাবেই তার অনুভূতি ব্যক্ত করেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দুই পর্বের কুইজে মোট ১২ জন পুরস্কার পেয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, 'বাংলাদেশ প্রতিদিন ও ওয়ালটন এক পরিবার। শুরু থেকেই আমাদের মাঝে বন্ধন রয়েছে এবং দিন দিন তা বাড়ছেই। এমন যৌথ আয়োজনে একাত্দতা আরও বেড়ে যায়। ' পাঠকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আপনারা নিয়মিত এই পত্রিকা পড়েন এবং পছন্দ করেন বলেই আজ বাংলাদেশ প্রতিদিন দেশের সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক হতে পেরেছে।

আপনাদের উৎসাহ ও উদ্দীপনার কারণেই আমরা সাফল্য পেয়েছি। আপনাদের ভালোবাসার কারণেই আজ আমাদের এই অবস্থান। আমি আশা করি, আপনাদের সঙ্গে আমাদের যে বন্ধন রয়েছে তা আরও দৃঢ় হবে। ' নঈম নিজাম বলেন, 'বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

আর আপনাদের উৎসাহে আমরা আমাদের লক্ষ্য অবিচল রেখেই কাজ করছি। ' নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, 'আমরা যে কোনো অনুষ্ঠানেই ওয়ালটনকে পাশে পাই। তাদের এই সহযোগিতার জন্য ধন্যবাদ। যারা পুরস্কার জিতেছেন তাদেরকেও অভিনন্দন। ' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের উপদেষ্টা (মার্কেটিং) খন্দকার কামরুল হক শামীম।

সস্ত্রীক এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক রকিবুল হাসান। তিনি বলেন, 'আমি নিজেকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্য মনে করি। এই পত্রিকাটি আমার খুবই ভালো লাগে। বাংলাদেশ প্রতিদিন শুধু বহুল প্রকাশিতই নয়, ক্রীড়া ক্ষেত্রেও এই পত্রিকার অবদান অনেক। এ রকম একটি কুইজ অনুষ্ঠানের আয়োজন করে তারা খেলাকে জনপ্রিয় করছে।

খেলাকে এখনো জিইয়ে রেখেছে। তাই এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। '

সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন বলেন, 'বাংলাদেশ প্রতিদিন এবং ওয়ালটন নিজেদের ক্ষেত্রে নাম্বার ওয়ান। তাদের যৌথ আয়োজনে এমন অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। ' ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, 'বাংলাদেশ প্রতিদিনকে অনেক অনেক ধন্যবাদ।

এমন একটি অনুষ্ঠানের সঙ্গে ওয়ালটনকে সম্পৃক্ত করায় আমরা গর্বিত। ভবিষ্যতেও আমরা এমন ধরনের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকব। ' চলচ্চিত্র অভিনেত্রী নিশা বলেন, 'কুইজ অনুষ্ঠান খেলাকে জনপ্রিয় করতে সহায়তা। আর এমন অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। ' পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, সহকারী সম্পাদক কালাম আজাদ, বার্তা সম্পাদক কামাল মাহমুদ ও প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হেড অব মার্কেটিং মাসুদুর রহমান।

প্রথম পর্ব : প্রথম পুরস্কার-ওয়ালটন এলইডি ৩র্২র্ টেলিভিশন, মারুফ হোসেন। দ্বিতীয় পুরস্কার-ওয়ালটন রেফ্রিজারেটর শ্যাল অলসিক। তৃতীয় পুরস্কার-ওয়ালটন ২র্১র্ এলইডি টেলিভিশন, রানা। চতুর্থ পুরস্কার-ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন রিপন।

পঞ্চম পুরস্কার-ওয়ালটন ডিভিডি প্লেয়ার (২টি) সাইমুন ও অনু।

দ্বিতীয় পর্ব : প্রথম পুরস্কার-ওয়ালটন মোটরসাইকেল মো. তসলিম উদ্দীন। দ্বিতীয় পুরস্কার-ওয়ালটন এলইডি ২র্২র্ টেলিভিশন সাদ্দাম হোসেন মিয়াজী। তৃতীয় পুরস্কার-ওয়ালটন ২র্১র্ রঙিন টেলিভিশন আবদুল্লাহ আল মামুন। চতুর্থ পুরস্কার- ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন খোশনেয়ারা বেগম।

পঞ্চম পুরস্কার-ওয়ালটন ডিভিডি প্লেয়ার (২টি) ছানি ও আয়শা আক্তার।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।