আমাদের কথা খুঁজে নিন

   

গচ্ছিত বর্ণমালা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

গচ্ছিত বর্ণমালা সবকিছু ভুলে যাওয়া কী এতোই সহজ! নিজেই চেষ্টা করে দেখো, পারো কিনা! জানি পারবেনা। মন যদি শ্লেট হতো আর ভালবাসা চক, ইচ্ছেমতো দাগ কাটতে দিতাম যতখুশী, জানি মুছে দিলেই সব শেষ। মানুষের মনতো আর শ্লেট নয়, হবার কথাও নয়। আমার বুকে তোমার ভালবাসা যে দাগ কেটে গেছে- আজো মেটাতে পারিনি তা। ঘয়তে ঘষতে হৃদয় ক্ষয়ে গেছে- অথচ দাগগুলো কী ভীষণ উজ্জ্বল, অক্ষত! মুখের ভাষা থেকে যেমন হারিয়ে যায়না বর্ণমালা কখনো, আমার বুকেও তেমনি জেগে আছে তোমার রেখে যাওয়া প্রতিটি বর্ণ, বর্ণে বর্ণে সাজানো সুন্দর সব কথামালা। এক একটি বর্ণ ধারণ করে আছে তোমার ভালবাসা। শব্দে শব্দে আমার বুকের ভেতর গড়েছি এক অনন্য শহীদ মিনার, যেখানে কোন রক্তপাত ছাড়াই মৃত্যু হয়েছিল এক হৃদয়ের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.