আমাদের কথা খুঁজে নিন

   

একুশের কবিতা : অজস্র একুশ - নীল মানব



একুশের কবিতা : অজস্র একুশ ১ সকাল হতেই খোলা প্রান্তরে ধূসর চিল উড়বেই জানি কাকেরা দলবদ্ধ হতেই ছোঁ মেরে যাওয়া স্বপ্নে হতশ্রী চেহারার বেয়নেটবিদ্ধ শিমুল স্তব্ধ হয়ে হয়ে যায় ; অধিক দূর দেবদারুর গা ঘেষে গেছে অতন্দ্র প্রহরীরা অতপর থেমে থেমে ছড়ায়েছে দমকা হাওয়া; হাওয়ায় তবুও কমলা রংয়ের তীব্রতায় মিশে গেছে যে কৃষ্ণচূড়া তার রসায়নে তীব্রতর হতেছে ঝাঁঝালো স্বাদ এবং ধীরে ধীরে একটা মিছিল হয়ত জন্ম নিতে থাকে এখানে ; অন্যখানে হয়ত আঁতুরঘরে ; সেখানেই আমি জন্ম নেই -আমরাও ২ কথোপকথনে অনবরত ঘরোয়া মুদ্রায় ঢাকা পড়ে ক, খ, গ, ঘ ও ঙ রোমন্থন হতে থাকে ; অধিকতর রোমন্থনে কবিতার একটি বই হতে থাকে অন্য বই কোথাও জীবন্ত বইমেলা আর তার পাশ ঘেষে ক্রমাগত হেঁটে গেছে যে রাজপথ তার মাঝে দাড়িয়ে অহর্নিশ বায়ান্ন কিংবা অজস্র একুশে জেগে থাকে শতাব্দীর পর শতাব্দী জুড়ে বর্ণমালা - স্বরবর্ণে আর ব্যঞ্জনে ম্লান সন্ধ্যায় কোথাও হয়ত চুপিসারে তারা আজো ঘরে ফিরে সালাম, বরকত, রফিক, জব্বার - ওরা সব আবার আসবে বলে..... ১ সকাল হতেই খোলা প্রান্তরে ধূসর চিল উড়বেই জানি কাকেরা দলবদ্ধ হতেই ছোঁ মেরে যাওয়া স্বপ্নে হতশ্রী চেহারার বেয়নেটবিদ্ধ শিমুল স্তব্ধ হয়ে হয়ে যায় ; অধিক দূর দেবদারুর গা ঘেষে গেছে অতন্দ্র প্রহরীরা অতপর থেমে থেমে ছড়ায়েছে দমকা হাওয়া; হাওয়ায় তবুও কমলা রংয়ের তীব্রতায় মিশে গেছে যে কৃষ্ণচূড়া তার রসায়নে তীব্রতর হতেছে ঝাঁঝালো স্বাদ এবং ধীরে ধীরে একটা মিছিল হয়ত জন্ম নিতে থাকে এখানে ; অন্যখানে হয়ত আঁতুরঘরে ; সেখানেই আমি জন্ম নেই -আমরাও ২ কথোপকথনে অনবরত ঘরোয়া মুদ্রায় ঢাকা পড়ে ক, খ, গ, ঘ ও ঙ রোমন্থন হতে থাকে ; অধিকতর রোমন্থনে কবিতার একটি বই হতে থাকে অন্য বই কোথাও জীবন্ত বইমেলা আর তার পাশ ঘেষে ক্রমাগত হেঁটে গেছে যে রাজপথ তার মাঝে দাড়িয়ে অহর্নিশ বায়ান্ন কিংবা অজস্র একুশে জেগে থাকে শতাব্দীর পর শতাব্দী জুড়ে বর্ণমালা - স্বরবর্ণে আর ব্যঞ্জনে ম্লান সন্ধ্যায় কোথাও হয়ত চুপিসারে তারা আজো ঘরে ফিরে সালাম, বরকত, রফিক, জব্বার - ওরা সব আবার আসবে বলে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।