আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারারাত রাজু ভাস্কর্য্যের সামনে গণস্বাক্ষর চলতেছে? ওয়াও!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

রুবেলের একটা পোস্ট দেখলাম। ইংরেজীতে বাংলায়। মোবাইল থেকে করছে বলে বাংলা লিখতে পারে নাই। মোবাইলগুলারে মাইনাস। পোস্ট থেকে যা জানলাম তা হলো রাজু ভাস্কর্যের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সারারাত গণস্বাক্ষর নেবে তারা।

রুবেলের পোস্টটা দেখেন এখানে। যেখানে সে লিখেছে, Juddoporadi der bichar er dabi te Raju Vashkorjer shamone Amra signature collection korbo...tar sathe movie show & live concert cholbe whole ni8.... "যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে রাজু ভাস্কর্যের সামনে আমরা সিগনেচার কালেকশন করবো.....তার সাথে মুভি শো ও লাইভ কনসার্ট চলবে হোল নাইট..." অনেক ব্লগার সেখানে সমবেত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচীকে নতুন মাত্রা দেবার জন্য ব্লগার যীশুর সহযোগিতায় আয়োজন করা হয়েছে কনসার্ট ও সিনেমা প্রদর্শনী। ইস মিস করলাম। বুড্ডা হয়ে গেছি।

সালার আবালস্য জীবন। ঘরের মধ্যে বন্দী। কিন্তু আপনাদের জন্য লাল সালাম কমরেডস। মন্তব্য করতে চাইলে রুবেলের পোস্টে করতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।