আমাদের কথা খুঁজে নিন

   

বুঝবি রে কাদের বুঝবি

১. কাদের,তুই যখন গোসল করিস তখন কি তোর গায়ে পানির পরিবর্তে রক্ত ঝরে পড়ে না ? মনে হয় না গলগল রক্ত তোর কুৎসিত মুখ বেয়ে নীচে নেমে যায় ? ২. ৪২ বছর ধরে যখন ওজু করছিলি প্রতিদিন,হাতের দিকে তাকাসনি ? মনে পড়েনি যে হাত থেকে কবি মেহেরুন্নেসার লাল টকটকে রক্ত তোর আঙ্গুলের ফাঁক বেয়ে গড়িয়ে পড়ছে ? ৩. কোথাও কখনো কসাই দেখে মনে পড়েনি যে আমিও একদিন ওরকম ছিলাম ? একবারও কি আঁতকে উঠিসনি যে তোর জামার আস্তিনের নীচে যে কদাকার হাত সে এক কসাইর হাত ? ৪. এত মানুষ মেরে কি করে এতদিন বেঁচে বেঁচে বুড়ো হতে পারলি ? রাতের ঘুমে হানা দেয়নি মৃত মানুষের মিছিল ? একবারও দম বন্ধ লাগেনি ? ৫.আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল কখনো যে তুই খুনী ,তুই খুব দেখতে ভয়াবহ ? ৬.তুই যখন তোর প্রিয়জনকে নাম ধরে ডাকতি তোকে কেউ বলেনি যে ও কাদের মোল্লা তোর ডাক হায়েনার মতো ? কেউ বলেনি ? বুকে হাত দিয়ে বল তো ? ৭. হিসু করে যখন তুই লুঙ্গির নীচে হাত ঢুকিয়ে কুলুখ নিয়ে হেঁটে বেড়াতি,তোকে কি কেউ কখনো ঢিল ছুঁড়ে পেছন থেকে বলেনি : তুই রাজাকার ? ৮. রায় শোনার পর আঙ্গুল উঁচিয়ে ‘ভি’ দেখাস ব্যাটা,লজ্জা করে না ? ভয় করে না যে এই প্রজন্ম তোর অই পঁচা আঙ্গুল সহ গুড়িয়ে দেবে ? ৯. কাদের,শোন সবার কাছে ক্ষমা চেয়ে নে..প্রজন্ম চত্বর থেকে তোর জন্য যমটুপি তৈরী করা হচ্ছে ..কি সুন্দর মোম মাখানো মসৃন দড়িও.. বুঝবি কাদের..বুঝবি ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।