আমাদের কথা খুঁজে নিন

   

তেসরা মঞ্জিল



গণবিপ্লবের আকুল আকাংখায় আমার ভেতর চৈতন্যে পরিবর্তনের তিলতিল গড়ে ওঠা দুর্বার সাহস নদী পেরিয়ে সমুদ্র ছুঁল । রাজনীতিক শিয়ালিপনার হায়াহীন ব্যভিচারে পিষ্ট ধরনীর কষ্ট মুছে দেব বলে ওদের গড়েছি কায়াহীন অবয়বে । সংগ্রাম সংঘাত অথবা ধনী বিশ্বের বেহায়া গণতন্ত্র-এই মৌলিক পশ্নের বাঁধা পেরিয়ে আমরা পৌঁছলাম একটি অমোঘ সত্যে “শয়তানের লেবাস পরে শয়তান নিধনের চক্রান্ত - নতুন আরেকটি শয়তানীর নামান্তর!” মাও কিংবা চে’ আমাদের প্রাণিত করেনি তবু ক্ষণকাল বেছে নিলাম ওদের । মৃত্যুর মিছিল নামল জনপদে তিনশ’ মানুষ হত্যা এত কষ্টের, এত বৈধব্যের আগেই জানবার উপায় ছিলনা । আমার টেবিলে ধ্বনির পরাক্রান্ত পরাভব আমার হৃদয়ে টেংরাটিলার চিতা বহ্নিমান আমার দৃষ্টিতে সবুজ বাংলার সকরুণ হাতছানি ।

আমি তো চাইনি এত রক্ত এত ধ্বংস আর জিঘাংসার পুরাকীর্তি ! তিনশ’ মানুষ চেয়েছি । তবু যখন ওদের দশজন মাটিতে মিশে গেল লাশের পাশে পড়ে থাকা লিফলেটে সংবাদ কর্মীরা জানল দুর্নীতিকদের মৃত্যুবার্তা আনন্দোল্লাসে কেঁপে উঠল স্বদেশ-লোকালয় । আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এলাম রাজপথে মিছিলে উত্তাল নগরী আমাদের স্বাগত জানাল কৃষ্ণচূড়ার লালে গণবিপ্লবের মহান নায়ক বসল ক্ষমতার মসনদে । পৃথিবী পেরিয়ে শান্তি নামল স্বর্গে অনাগত শিশুরা পেল গর্বের উত্তরাধিকার । আমার চোখে বিশ্বজয়ের স্বপ্ন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।