আমাদের কথা খুঁজে নিন

   

আলতো করে ছুয়ে দিতে ইচ্ছে করে তোমায়

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
খুব ইচ্ছে করছে তোমায় আলতো করে ছুয়ে দিতে। তোমার মশৃণ হাতের নরম স্পর্শ হয়তো ভুলিয়ে দিত সব না পাওয়া বেদনা। না হয়তো না অবশ্যই ভুলে যেতাম আমি । কারণ সব টুকু ব্যাথা আর বেদনা তোমাকে ঘিরে। তোমাকে না দেখার ব্যাথা, স্পর্শ না করতে পারার ব্যাথা।

কি এমন জাদু তোমার মায়াবী স্পর্শে? কি সে আকর্ষণ যা আমাকে টেনে নিত তোমার কাছে? এমনতো সময় গেছে সারাদিন চকবাজার আর মৈালভীবাজারের খাটা খাটনির পর বাসায় বসে ঘুমের প্রতিক্ষা করতাম , কিন্তু ক্লান্তির সব ঘুম চলে যেত তোমায় এক নজর দেখব এই আশায়। ছুটতাম সেই গলিটাতে যেখানে তুমি দাড়িয়ে আমার প্রতিক্ষায়। সারাদিন যখন তোমার হাতে হাত রেখে ঘুরতাম , দুজনে কত রংঙিন স্বপ্ন আকতাম। সময় গুলো বিদুৎতের বেগে চলে যেত। সকাল থেকে বিকাল প্রায় ৬ ঘন্টা সময় কিন্তু মনে হতো যেন কয়েকটা পলক মাত্র।

তিন বছর আগের সেই অনুভূতি আজ মনের পাতায় সতেজ, যেদিন প্রথম তোমার হাতটা ছুয়ে ছিলাম। নিয়মিত তোমার সাথে দেখা আর কথা হতো পিজার দোকানটায়। নিজেকে বিশ্বাস হতো না তুমি আমার মতো কাউকে এত ভালো কোন বাসো? তুমি কি বাস্তব না আমার কল্পনা? পিজার দোকান টা থেকে বাসায় ফিরতে প্রায় ১৫ মিনিটের রাস্তা । অল্প কিছুটা পথ তোমার সাথে রিকশায় আসা হতো। কিন্তু কোন কথা নেই।

সেদিনও ঐ পথটুকুর জন্যই আমি তুমি একসাথে। ভীতু মন দুরু দুরু কাপন চলছিল আমার বুকে। আমি কি তোমার হাতটা একটু ছুয়ে দেখতে পারি? মন ভালো নেই বলা না কিছুতেই
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.