আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত



ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিতঃ ১৪ দল নেতা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এম পি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন। ১৪ দল নেতা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। মন্ত্রী না হলেও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে যে যে মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এবার সেই মন্ত্রণালয়েরই সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, শেখ ফজলুল করিম সেলিম ও অ্যাডভোকেট রহমত আলী।

তাঁদের মন্ত্রণালয়গুলো হচ্ছে যথাক্রমে পানিসম্পদ, শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়। গতকাল মঙ্গলবার সংসদে ১৫টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন ও আগে গঠিত অনুমিত হিসাব কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে বিএনপির সদস্যদের জন্য একটি এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের জন্য একটি করে পদ ফাঁকা রাখা হয়েছে। বিরোধী দল এলডিপির একমাত্র সাংসদ অলি আহমদকে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতির পদ।

পরিকল্পনাঃ সভাপতি-অলি আহমদ। সদস্য এ কে খন্দকার, মহীউদ্দীন খান আলমগীর, আ হ মোস্তফা কামাল, নজরুল ইসলাম, আজিজুল হক চৌধুরী ও নওয়াব আলী আব্বাস খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ঃ সভাপতি-অ্যাডভোকেট রহমত আলী। সদস্য-সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, নূরে আলম চৌধুরী লিটন, মোস্তফা জালাল মহিউদ্দিন, এ কে এম মোস্তাফিজুর রহমান (দিনাজপুর), আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা), সৈয়দ মনোয়ার হোসেন চৌধুরী। পানিসম্পদঃ সভাপতি-আবদুর রাজ্জাক।

সদস্য-রমেশ চন্দ্র সেন, এ বি এম রুহুল আমিন হাওলাদার, আব্দুর রহমান (ফরিদপুর), এ কে এম ফজলুল হক (শেরপুর), জাকির হোসেন (কুড়িগ্রাম), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এ বি এম আনোয়ারুল হক। বাণিজ্যঃ সভাপতি-আব্দুল জলিল। সদস্য ফারুক খান, নুরুল ইসলাম বিএসসি, টিপু মুন্সী, এম আব্দুল লতিফ, শেখ আফিলউদ্দিন, জয়নাল আবেদীন, আবুল কাশেম (টাঙ্গাইল)। স্বরাষ্ট্রঃ সভাপতি-মেজর জেনারেল (অব·) আব্দুস সালাম। সদস্য-সাহারা খাতুন, মির্জা আজম, তানজিম আহমদ সোহেল তাজ, মজিবুল হক (কিশোরগঞ্জ), নুরুল ইসলাম সুজন, বেগম সানজিদা খানম, হাবিবুর রহমান (বগুড়া), সফিকুল ইসলাম (ঝিনাইদহ)।

মুক্তিযুদ্ধবিয়ষকঃ সভাপতি-মেজর (অব·) রফিকুল ইসলাম। সদস্য-আমির হোসেন আমু, এ বি তাজুল ইসলাম, শাজাহান খান, শওকত মোমেন শাহজাহান, খান টিপু সুলতান, এ কে এম রহমতউল্লাহ, শামসুর রহমান শরীফ, ওয়ারেছাত হোসেন বেলাল। শিল্পঃ সভাপতি-তোফায়েল আহমেদ। সদস্য-কামাল আহমেদ মজুমদার, আলী আজগর, মেরাজউদ্দিন মোল্লা, মহিবুর রহমান মানিক, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক, এ এস এম আব্দুল মান্নান। পররাষ্ট্রঃ সভাপতি-আবুল হাসান মাহমুদ আলী।

সদস্য-ডা· দীপু মনি, হাছান মাহমুদ, ইমরান আহমদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, ইমাজউদ্দিন প্রামাণিক, বেগম নিলুফার জাফর উল্যাহ, হোসেন মকবুল শাহরিয়ার। প্রবাসী কল্যাণঃ সভাপতি-আনিসুল ইসলাম মাহমুদ। সদস্য-খন্দকার মোশাররফ হোসেন, ইছহাক হোসেন তালুকদার, এ বি এম আবুল কাশেম, মো· শাহাবুদ্দীন, মাহমুদুস সামাদ চৌধুরী, কর্নেল (অব·) এ এ মারুফ সাকলান, মোশতাক আহমেদ রাহি। সংস্থাপনঃ সভাপতি-খন্দকার আসাদুজ্জামান। সদস্য-শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুস শহীদ, এ বি এম গোলাম মোস্তফা, এইচ এন আশিকুর রহমান, এম এ মান্নান, আবু তালহা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ সভাপতি-শেখ ফজলুল করিম সেলিম। সদস্য-আ ফ ম রুহুল হক, ডা· আমান উল্লাহ, অধ্যাপক ডা· এম এ মান্নান, মতিউর রহমান (টাঙ্গাইল) আনোয়ার হোসেন, মুরাদ হাসান, বেগম মমতাজ ইকবাল। ডাক ও টেলিযোগাযোগঃ সভাপতি-হাসানুল হক ইনু। সদস্য-রাজিউদ্দিন আহমদ রাজু, আ স ম ফিরোজ, আব্দুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন রতন, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, আব্দুল ওয়াদুদ, খালিদ মাহমুদ চৌধুরী। ধর্মঃ সভাপতি-মজিবুর রহমান।

সদস্য-শাহজাহান মিয়া, মতিউর রহমান (ময়মনসিংহ), প্রমোদ মানকিন, হাবিবুর রহমান মোল্লা, এ বি এম আবুল কাশেম, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), বজলুল হক হারুন। তথ্যঃ সভাপতি-ওবায়দুল কাদের। সদস্য-আবুল কালাম আজাদ, রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, এ বি এম মোজাম্মেল হক, সারাহ বেগম কবরী, আনিছুল ইসলাম মণ্ডল, শাহরিয়ার আলম। অনুমিত হিসাবঃ সভাপতি-এইচ এন আশিকুর রহমান। সদস্য-এ বি এম গোলাম মোস্তফা, ডা· সিরাজুল আকবর, হাফিজউদ্দিন আহমেদ, হাফিজ আহমদ মজুমদার, মোস্তফা ফারুক মোহাম্মদ, এয়ার ভাইস মার্শাল (অব·) রফিকুল ইসলাম, ফজলে হোসেন বাদশা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.