আমাদের কথা খুঁজে নিন

   

শববংশ ধ্বংস হলে খুঁজি বাতাসের ছাই

ডুবোজ্বর

১১০১০৯ জল যথা বালিনুনকর্কটপাঁক আর ইট অগ্নিমোহে জন্মান্ধ এই সোনালি কীট রাত ২টা ৪৯ _______________________________________________ ১৩০১০৯ আমি তো জলপাইগুড়ি নই সঘন চুম্বনের সাক্ষী হয়ে ঝরে পড়বো না জেনে আমি জলপাইয়ের লালপাতা ঝড়ের প্রিয়তমটানে উড়ে যাবো চাপাতার বনে রাত ২টা ১২ _______________________________________________ ৩১০১০৯ মহল আর ময়ালের ভিতর শব্দচূর্ণ দিন বসে গুনে সমুখের নতজানু কবরী কবরীতে দুইলক্ষ চুল আর দুইটি টগর অবরোহী পথেই হবে চতুর ফেরারী রাত ১২টা ৩১ _______________________________________________ ০৯০২০৯ রোদ আর জোছনার মাঝখানে থাকি অন্ধকারের ঘোরে চুর জলচর পাখি ভোর ৪টা ৮ ______________________________________________ ১৬০২০৯ দীপান্বিতা এসো রঙ খাও শেষ করো সমস্ত টিউব রঙশেষে রক্ত আছে দীপান্বিতা এসো রক্ত খাও রক্তশেষে উড়াল আছে দীপান্বিতা এসে উড়ে যাও রাত ২টা ৯ _____________________________________________ ১৭০২০৯-১ শববংশ ধ্বংস হলে খুঁজি বাতাসের ছাই রাত ১টা ৫৯ ______________________________________________ ১৭০২০৯-২ কিরণময়ী কার দুপুরান্ত অধরের ফুলে এই অস্ট্রিকআঙুল মাংসের ভাঁজ খুলে রাত ২টা ৫৩ _____________________________________________ ১৭০২০৯-৩ আয় শাদাশাড়ি আমার রঙের বাড়ি আয় শাদাফুল আমার রক্ত আকুল আয় শাদামেঘ আমার হলুদব্যাগ আয় শাদাকাগজ আমি কালির জারজ রাত ৩টা ১৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.