আমাদের কথা খুঁজে নিন

   

দেশ তো ভালই চালাইতেছে আওয়ামী লীগ

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

বাসে সহযাত্রীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হইলো সেদিন। আরে ঠারে বুঝলাম তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর দিন বদলের সৈনিক ওরফে ‌'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা' প্রতিষ্ঠা করতে চান। আমি কইলাম, দেশ তো ভালই চালাইতেছে আওয়ামী লীগ। উনি একটু আগ্রহ নিয়া আমার দিকে তাকাইলেন, আমি কথাটা শেষ করি এইটা উনি এখন মনে প্রাণে চান বুঝতে পাইরা আমি কইলাম।

১. কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। বিরোধী দলকে ডিপুটি স্পিকারের পদ দেয়া হয়েছে। দুই বছরের জরুরি অবস্থা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিকরা ইতিবাচক রাজনীতি শুরু করেছেন। এই বিষয়ে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা নিছে। ২. আওয়ামী সরকার মানেই ভারতের কাছে নতজানু হয়ে থাকবে এইটা এইবার ভুল প্রমাণিত হইতে যাইতেছে।

৩. যুক্তরাষ্ট্রসহ বিদেশী শক্তি চাপে সরকার কিছু করতেছে না। কারণ এরা জনগণের বিপুল ভোটে নির্বাচিত হইছে। জনগণ ছাড়া কাউরে কেয়ার করতেছে না। ৪. শিক্ষাঙ্গন শান্ত। হল দখল, সিট দখল নাই।

গোলাগুলি চলতেছে না। ছাত্ররা ক্লাশ করতেছে। ছাত্রলীগের ছেলেরা চাঁদাবাজি ছাইড়া ক্লাশ রুমে ঢুকে গেছে। ৫. রাতে দিনে রাস্তা ঘাটে চলতে কোনো সমস্যা হইতেছে না। ছিনতাই, চুরি চামারি ডাকাতি অনেক কইমা গেছে।

রাজধানী দিনে তিন চারজন করে খুন হইতেছে না। ৬. বিচারবিভাগ স্বাধীনভাবে শেখ হাসিনা সহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে মামলাগুলো চালাইতে পারতেছে। কার্যতালিকা থেকে মামলাগুলা বাদ যাইতেছে না। ৭. জিনিশপত্রের দাম আশঙ্কাজনকভাবে কইমা গেছে। লোকজন এখন উদ্বৃত্ত টাকা নিয়া কী করবে ভাবতেছে।

এই পর্যন্ত আসছি অমনি আমার স্টপেজ আইসা পড়লো। ভদ্রলোক কী বুঝলো জানি না। কয়, ভাই জয় বাংলা। আমিও কইলাম, জয় বাংলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।