আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখে আমার কান্দন আইতাসে



নয়ন মেলিয়া এ কি হেরিলাম !!! .................................................................................. অনেকদিন টিভির রিমোট না ধরায় ওইটার গায়ে চর্বি জমে গেসে। ভাবলাম একটু খেটে খা ! খুজতেসিলাম চমকপ্রদ কিছু আসে কিনা, হঠাৎ দেখি এনটিভির পর্দায় "সুপার হিরো হিরোইন" । এইটার শুধু নাম শুনসি কখনো দেখা হয়নাই। বাংলাদেশের সিনেমার মান আগামী দশ বছরের মধ্যে ভালো একটা পর্যায়ে যেতে পারে বলে মনে মনে একটা আশা ছিল। কৌতুহল হইল, দেখি কেমন হিরো হিরোইন জোগাড় হইল।

ও রে না রে তোরা কেউ আমারে ধর !!! ইহা আমি কি দেখিলাম !!!! আমাদের ফিউচার হিরু হিরুইনরা কলাগাছের মত দাড়াইয়া ক্লাশ ওয়ানের স্টুডেন্টের মত মুখস্ত পড়া বলিয়া যাইতেছে। দুয়েকজন আবার ক্লাশ থ্রীর মনে হইল। আবার একজন হাত-পা আস্ফালনের কিঞ্চিত চেস্টা করিল। তাহাদের প্রেমের অভিনয় দেখিয়া হাসিবো না কান্দিবো মনস্থির করিতে পারিতেছিলামনা। কানের নীচে একটা থাবড়া মারিতে পারিলে মনটা একটু শান্ত হইতো।

আর হিরু হিরুইনের যে রূপ!!! রূপের কথা কি আর বলিব মাশাল্লাহ । ভাষা খুঁজে পা..আআইইনা .... । কইথ্যে জোগাড় করলো এডিরে..... ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।