আমাদের কথা খুঁজে নিন

   

হরিহরের জল ছুঁয়ে দেখ

শাফি সমুদ্র

দেয়াশলাই জ্বেলে কেমন সহনীয় আদরে ঘুমিয়ে থাকে রঙিন প্রাচীর, সুবর্ণ কঙ্কন; আর শিমুল ফুলে ফুলে শোভিত উদ্দ্যানে হেঁটে চলে আমাদের স্বপ্নমাখা শৈশবগুলো। সুললিত অহঙ্কারের দিন আসলে ছুটে যাই, ছুটে যাই অবারিত স্বপ্নের রোদ্দুরগ্রামে অনিবার্য উৎসবে মাতোয়ারা প্রাচীন প্রসাধনী গ্রাম, ও গ্রাম আমার! গাও গান সদানন্দের, আরেকবার ডাকাতের মত হরিহরের জল ছুঁয়ে দেখ- কেমন কেঁদে ওঠে আমাদের অতীত উপাখ্যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.