আমাদের কথা খুঁজে নিন

   

এবারের লোকসভা হবে সবচেয়ে অকার্যকর!

ভারতের বর্তমান লোকসভা সবচেয়ে অকার্যকর হিসেবে চিহ্নিত হতে পারে। মেয়াদ পূর্ণ করা বিভিন্ন মেয়াদের লোকসভার অধিবেশনের কর্মঘণ্টা ও ফলপ্রসূ কার্যক্রমের তুলনামূলক পর্যালোচনার ভিত্তিতে এমন আভাস দেওয়া হয়েছে।
আজ সোমবার লোকসভা সচিবালয়ের তথ্যের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, ১৫তম লোকসভার ১২তম অধিবেশন পর্যন্ত সময়ে এক হাজার ১৫৭ ঘণ্টা অধিবেশন বসেছে। তবে নানা ধরনের বাধা ও অনাকাঙ্ক্ষিত মুলতবির ঘটনায় অধিবেশনের ৬৩৪ ঘণ্টাই নষ্ট হয়েছে।

অর্থাত্ অধিবেশনের মোট সময়ের ৫০ শতাংশই বিফলে গেছে। ২০০৯ সালের মে মাসে বর্তমান লোকসভার মেয়াদ শুরু হয়।
মেয়াদ পূর্ণ করা লোকসভার মধ্যে ১৪তম লোকসভা সবচেয়ে অকার্যকর বলে চিহ্নিত ছিল। ওই মেয়াদে মাত্র এক হাজার ৭৩৭ ঘণ্টা অধিবেশন বসে। কিন্তু ব্যর্থতার দিক থেকে বর্তমান লোকসভা পুরোনো ওই রেকর্ড ভেঙে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বর্তমান লোকসভায় আইনপ্রণেতাদের খুব একটা জনস্বার্থ-সংশ্লিষ্ট কাজে তত্পর থাকতে দেখা যায়নি। টু-জি, কমনওয়েলথ গেমস, কোলগেট—এসব কেলেঙ্কারি নিয়ে বিতর্কে লোকসভায় বারবার অচলাবস্থা তৈরি হয়েছে। সরকার ও বিরোধীপক্ষের আচরণ ছিল পরস্পরের প্রতি আগ্রাসী এবং অসহযোগিতাপূর্ণ। লোকসভা পরিচালনায় দুর্বল ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো।
এমনকি চলতি বাজেট অধিবেশনের প্রথমার্ধের ৪১ ঘণ্টাই নষ্ট হয়েছে কোলগেট কেলেঙ্কারি, নয়াদিল্লিতে মেডিকেল-ছাত্রী ধর্ষণ, শ্রীলঙ্কার তামিল বিষয়ে বিতর্ক এবং এর জের ধরে সৃষ্ট অচলাবস্থার কারণে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.