আমাদের কথা খুঁজে নিন

   

আবারো এন্ড্রু অলক দেওয়ারির জন্য..................................



আজ থেকে একমাসেরও বেশি সময় আগে এন্ড্রু অলক দেওয়ারি আত্মহত্যা করেছিল। এন্ড্রু অলক দেওয়ারি ছিল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং আমাদের বন্ধু। তারপর যা হয় তাই সবাই তাকে আস্তে আস্তে ভুলে যেতে থাকে। অনেক সময় পার হয়ে যায়, আরেফিন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এলামনাই এসোসিয়েশন পিকনিক করে কুমিল্লা বার্ডে গিয়ে। কত কিছু আরো ঘটেছে।

আমরাও আস্তে আস্তে............. একটা লোক আজকাল বড় বিরক্ত করছে। বারবার মনে করিয়ে দিচ্ছে কেন লিখছি না। কিন্তু লেখাতো আসেনা । লিখতে বসলেই মনে হয় এন্ড্রু-র কথা । মনে হয় শিখা ভাবী ঠিকমত অফিসে যাচ্ছেন তো? এন্ড্রুর ছেলেটা কলেজে যাচ্ছে তো? মেয়েটা স্কুলে? কারণ এ ব্লগে আমার শুরুটাইতো এন্ড্রুকে নিয়ে।

শামীম ভাই, ক্ষমা চাই এপর্বেও আপনার আশা পূর্ণ করতে পারলাম না বোধহয়। এবারও এন্ড্রুই আবার চলে এলো। লিখবো ভেবেছিলাম ৬ই ফেব্রুয়ারি, সেদিন আমার ছোট মেয়েটার জন্মদিন। তার তোড়জোড়ে এন্ড্রু গায়েব। আবার আসলো ১৪ ফেব্রুয়ারি।

ভালবাসা দিবসে। এন্ড্রু তোর জন্য ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।