আমাদের কথা খুঁজে নিন

   

নব জাগরনের তরুনদল চলরে চলরে চল।

যা কিছু সত্য তা বিশ্বাস করি। বুক আগলে রাখি। জমিতে আগাছা জন্মালে কৃষক কি করে? জানেন তো। দুই আংগুলেই তার পরিনতি। একেবারে শেকড় সুদ্দ উপড়ে ফেলে।

৪২ বছরের আগাছা আমার দেশের মাটিতে শিকড় গেড়ে অনেক ঋষ্টপুষ্ট হয়ে এখন আমার দেশের মানুষকে হুমকি দেয় !!! জামাত শিবিরের কুকুর গুলা অনেক আশকারা পেয়েছে এতদিন। কিছুই বলেনি মানুষ। জামাত শিবির ভুলে গেছে ৭১'এর কথা? তাদের পিতাদের কে এই দেশ থেকে বিতারিত করিছিল মুক্তিযোদ্ধা গেরিলারা। পাকিস্তানি হানাদারদের পা চাটা কুকুর গুলা এখনো ঘেউ ঘেউ করি। বলে এই দেশকে গৃহযুদ্ধ লাগাবে।

এত্ত সাহস !!! কোথায় পায় এই জামাত শিবির ? বন্ধুরা। যুগে যুগে কালে কালে মীর জাফররা আল বদররা রাজাকার রা এসেছিল। আসবে। তাদের পদদলিত করতে যুগের খেয়ালে যুগের তাগিতে জন্মায় প্রিতীলতা ক্ষুদিরাম মুক্তিযোদ্ধা গেরিলা। তাদের হাতেই উঠে মীর জাফর রাজাকারদের ভষ্ম করার মশাল।

আজ সময় এসেছে। এই সময় আমার, আমাদের। বাংলার তরুন প্রজন্মের। নব জাগরনের তরুনদল চলরে চলরে চল। আর একটা কথাও না।

জামাত শিবির রয়েল বেঙ্গলের গর্জন শুনেছিশ তোরা। থাবা দেখিশনি। এবার দেখবি গেরিলা কাকে বলে। গেরিলার এম্বুস দেখেছিস ? জয় বাংলা বলে বুলেটের সামনে বুক চিতিয়ে দেয়া গেরিলা দেখেছিস ? এবার দেখবি। তোদের এই দেশ থেকে ধুয়ে মুছে সাফ করে বাংলার মাটিকে প্রবিত্র করবোই।

মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনাদের আত্মাদের কাছে ক্ষ্মমা চেয়ে বলতে পারব, "নাও এই দেশ, বাংলাদেশ। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।