আমাদের কথা খুঁজে নিন

   

চাকরানীর হাঁটু ফোলা রোগ.........



বেশ ক'দিন যাবৎ শরীরটা খারাপ যাচ্ছে। খারাপ মানে ভালই খারাপ। ভীষন দূর্বল। কোন রকম সংসারের কাজ চালিয়ে নেয়া হচ্ছিল। ডাক্তার হিমোগ্লোবিন চেক করাতে বলেছিল।

আজ করাতে গিয়ে রীতিমত ঘাবড়ে গেলাম। আঙুল ফুটো করে প্রয়োজনীয রক্ত পাবার জন্য সে কি চাপাচাপি!! একফোঁটা রক্ত তাই পায়না। শেষে দু আঙুল ফুটো করে নিতে হলো। বাসায় ফিরে ডক্টরসবিডি.কম এ খোঁজ নিতে গেলাম। ওরেব্বাস, হিমোগ্লোবিন কম হবার কত কারন!!!! ভয়ংকর সব কথা।

ক্যান্সার, কিডনি ফেইলিয়র আরও কত কি!!! যা: বাবা। শেষে ওই চাকরানীর হাঁটু ফোলা রোগের মত ব্যাপার দাঁড়াতে যাচ্ছে....যেটা "ত্রিরত্নের নৌবিহার" বইটাতে পড়েছিলাম। ব্যাপারটা এমন, লেখক লাইব্রেরীতে ডাক্তারী সংক্রান্ত বই পড়তে যেয়ে দেখে যত ধরনের অসুখ আছে আর তার যত ধরনের উপসর্গ, সবই মিলে যায়। শুধু ওই চাকরানীর হাঁটু ফোলা রোগটা ছাড়া। তৎক্ষণাৎ, পৃষ্ঠটান।

না বাবা, আমার অত জেনে কাজ নেই। যা হয়েছে হয়েছে, ডাক্তারই সেটা বুঝে নেবে। । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.