আমাদের কথা খুঁজে নিন

   

জনগুরুত্বপূর্ন পোস্ট - ব্লগীয় নাস্তিক হইবার তরিকা - ব্লগীয় নাস্তিক ভাব ১০১

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

[ সতর্কীকরন -প্রকৃত নাস্তিক আর যারা ইতোমধ্যে নাস্তিকভাবের মধ্যে আছে তাদের জন্যে এই পোস্ট না - দয়া করে নিজ দায়িত্বে প্রবেশ করুন- ধন্যবাদ] বর্তমান বিশ্বে সবচেয়ে গরম বিষয় হলো আল কায়েদা। আর তার সাথে ওয়ার অন টেরর। বুশ বাবাজীর সৌজন্যে মুসলামন মাত্রই বোমাবাজ - আর ইসলাম মানেই একটা টেরর। এই আলোকে আপনি নিজেকে যদি দ্রষ্টব্য করে তুলতে চান - শর্টকার্ট পথ হলো নাস্তিক ভাব ধরেন। দ্রুতই নিজেকে মানুষের আলোচনার সামনে নিয়ে আসতে পারবেন।

এই জন্যে খুব একটা কষ্ট করতে হবে না। কয়েকটা শর্টকাট পথ ধরে নিজেকে একটা সেইপ করে নিতে হবে। একটা কথা বলা দরকার ৬০ দশক থেকে আমাদের দেশে একটা ট্রেন্ড চলছিলো - প্রগতিশীল হও - কমিউনিস্ট হও। রাশিয়া থেকে বের হওয়া প্রগতি প্রকাশনীর লাল মলাটের বই বগলে নিয়ে সিগারেট আর চায়ের আসর বসিয়ে সারাদিন তর্ক করো। সহজলভ্য বই বগলে নিয়ে কমিউনিস্ট হওয়া অনেকেই ( যেমন আনোয়ার জাহিদ, কাজী জাফর) পরে রাজাকার আর সামরিক সরকারে দালাল হয়েছে।

আর আল মাহমুদ বা ফরহাদ মজহারের কথা নাই বা বললাম। এখন ইন্টারনেটের যুগ। মালামাল আরো সহজেই পাওয়া যাবে। আর সোভিয়েত পতনের পর কমিউনিজম কোন দ্রষ্ঠব্য নয় - তাই বুশ বাবাজীর ওয়ার অন টেররের রাস্তা ধরে নাস্তিক ভাব নেওয়া খুবই সহজ। তারই তরিকাটা বলছি - উপকরন - ১) কিছু ইন্টরনেটের ওয়েব ঠিকানা জানতে হবে - যেমন Click This Link [বিশ্বাস মানেই ইসলাম আর ইসলাম বিরোধিতাই নাস্তিকতা - এই বিষটাই ওয়েবের মুল বিষয় হতে হবে] ২) কিছু শব্দ মুখের আগায় নিয়ে আসতে হবে - যেমন বিজ্ঞানমনষ্কতা, ডারউইন, মৌলবাদ ইত্যাদি ( বিজ্ঞান মনষ্কতা কি জিনিস ঠিক জানতে হবে না) ৩) কয়েকজন বাঙ্গালী লেখক - যেমন প্রবীর ঘোষ, হুমায়ুন আজাদ আর আহমেদ শরীফের নাম জানতে হবে।

আর আলিকে দার্শনিক হিসাবে বিশ্বাস করতে হবে - যদিও আরজ আলির দর্শনটা কি সেই বিষয়ে জানার কোন দরকার নেই। ৪) উপরোল্লেখিত ব্যক্তিবর্গের কিছু উদ্ধৃতি মুখস্ত করতে হবে - এবং মনে প্রানে বিশ্বাস করতে হবে এরা যা লিখেছে এর বাইরে যা কথা হবে সবই ভুল। এর বাইরে যারা চিন্তা করবে তারা বেয়াকুফ। ৫) অবশ্যই গালি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। পরের ধাপ - ১) একধিক নিক নিয়ে ব্লগিং শুরু করুন।

২) ধর্ম সম্পর্কিত কোন পোস্ট দেখলেই মাইনাস দিন। ৩)পোস্টের বিষয়বস্তু যাই হোক না কেন, সেখান ইশ্বরের কথা বলা থাকলেই বিশ্বাস নিয়ে তর্ক শৃরু করে দিন। ৪) অবাধিরত ভাবে গালি দিন। ৫) প্রয়োজনে ব্যক্তিগত প্রসংগ এনে হ্যারাস করুন। ৬) যদি পরিচিত নিকে গালি দিতে অসুবিধা লাগে - নতুন নিকে গালি দিন।

বিশেষ ধাপ- নিজেকে আঁতেল পর্যায়ে নিয়ে যেতে চাইলে একটা নিক সংরক্ষন করুন। সেই নিকে দিয়ে বিভিন্ন ওয়েব সাইটের "কেন ইসলাম ছাড়িলাম" ইসলামে কাম কেলী' ইসলাম কেন সমস্যা ইত্যাদি কপি পেস্ট করুন। এর মধ্যে যদি হুমায়ুন আজাদের আ আরজ আলির বইয়ে কয়েকটা পাতা কষ্ট করে টাইপ করতে পারেন - তাইলে আপনি সুপার হিরো ( যেমনটা শিবিররা করে জামাতি ম্যানুয়াল থেকে)। প্রয়োজনে আর আলি ধরনের ছবি প্রফাইলে ব্যবহার করুন। মাঝে মধ্যে চার বছর বয়সে কিভাবে আপনি বুঝে গেলেন ইশ্বর নেই - এই বিষয় কিছু লেখা যেমন - আমার প্রথম বোধ হইল কিভাবে, বা "আমি ধর্ম নিয়া কিভাবে না ভাবতে শিখলাম" (যদিও পুরো পোস্টেই থাকবে ধর্ম নিয়ে সমালোচনা) ধরনে লেকা লেখবেন।

ও হ্যা, নিজের কপি/পেস্ট পোস্টে ভিন্ন নিকে গিয়ে বাহাবা দিতে ভুলবেন না যেন। মুল কথা হলো - ব্লগের নাস্তিক ভাব ধরার জন্যে আপনাকে কোন পড়াশুনার দরকার নেই। শুধু নিয়মিত ট্রোলিং আর কার্যকর কপি/পেস্টের সাথে গালি বিষয়ে দক্ষতা অর্জন করলেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।