আমাদের কথা খুঁজে নিন

   

সাপের বিষ সাপের জন্য বিষাক্ত নয়, কিন্তু মানুষের জন্য বিষাক্ত কেন?



সাপের বিষ সাপের জন্য বিষাক্ত না হলেও মানুষের জন্য বিষাক্ত, কারনটি বলার পূর্বে জানতে হবে সাপের বিষের সম্বন্ধে। ****সাপের বিষ**** সাপের বিষ হচ্ছে সাপের লালাগ্রন্থির নিঃসরন(salivary secretion), সাধারন ভাষায় বলতে গেলে সাপের saliva, যা কিনা সাপের শিকার, প্রতিরক্ষা এবং খাদ্য পরিপাকের কাজে ব্যাবহার হয়ে থাকে। সাপের বিষ অনেক গুলো Enzyme এর দ্বারা তৈরি - যার ভেতর রয়েছে - phospholipidase, protease, hyaluronidase, ATPase, cholinesterase, lecithinase, ribonuclease, deoxyribonuclease প্রমুখ। !!~~খুব মজার একটি ব্যাপার হচ্ছে, উপরোক্ত enzyme গুলোর অনেকগুলোই আমাদের পরিপাক তন্ত্রে (digestive system) পাওয়া যায়,যা কিনা আমাদের খাদ্য পরিপাকের কাজে সহায়তা করে থাকে~~!! এ তথ্য গুলো পড়ে যা কারো মনে এখন এ প্রশ্ন আরো গভীর ভাবে দেখা দেবে, তা হচ্ছে, তবে সাপের বিষ আমাদের জন্য বিষাক্ত কেন? সাপের বিষ আমাদের জন্য বিষাক্ত হয় তখনি যখন তা আমাদের রক্তে(blood circulation) চলে আসে এবং রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে-অতি দ্রুত, তাই তো তা জীবনের জন্য হুমকি হয়ে দাড়ায়, কেননা enzyme গুলো আমাদের শরীরের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অংশের ক্ষতি সাধন করে। (((আমরা অনেক সময়ই নাটক সিনেমাতে দেখি সাপুড়েরা বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির রক্ত চুষে বের করে নেয়, যদি সাপুড়ের মুখে কোনো ulcer না থাকে, তবে তার ক্ষতির সম্ভাবনা নেই, কিন্তু যদি কোনো minor ulceration ও থাকে তবে তিনিও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে)))

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.