আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারাচ্ছন্ন এক ভবিষ্যত

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

বিশ্ব যেখানে লালায়িত স্বপ্নে অগ্রসরমান আমাদের সেখানে রাজনীতির মতভেদ। জ্বালাও পুড়াও কর্মসুচী ছিচকে চোরের বিচার হয় এ দেশে, খুনের বিচার হয়না রাজনীতির মন্ঝে গ্রেনেড হামলার বিচারে বাধাঁ তদন্তকারী কর্মকর্তা। অদৃশ্য এক সুতার টানে বিব্রত বিচারপতি, বিচার না করার করেছে পণ সর্বত্রই অজারকতা; স্বেচ্চারিতা হয়েছে শিল্পায়ন ঊন্নয়নের নামে পকেট্স্হ অর্থ, ঊন্নয়ন তহবিল আজ লুটেরা নিয়েছে দখলে দখল দারিত্ব আর টেন্ডার বাজি রাজনীতির মুল উপকরন গলাবাজি আর মিথ্যে আশ্বাস আজ ভুড়ি ভুড়ি এমন একটা জায়গায় দাড়িঁয়ে কাঙ্খিত ভবিষ্যত খুঁজি। হায়রে ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন হে রাজনীতিবিদ হে বিচারপতিগণ বিচারের নামে আর কতো প্রহসন! কতোটাকা খেয়েছো তোমরা, করেছো পণ মুজিব হত্যার বিচার না করার। বিশ্বে যেখানে অপরাধীর শাস্তি হয় সেখানে তোমরা করেছো পুরস্কৃত খুনি যারা আত্নস্বিকৃত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।