আমাদের কথা খুঁজে নিন

   

#** যে কথাটি জিজ্ঞেস করো না **#

আমার বহুমাত্রিকতা।জ্যক অফ অল ট্রেড ..।

যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায় সূর্যস্নানের রঙিন আভায় দগ্ধ হয় বোবা বিকেল পাড় সাগরের লাল নীল সবুজ মুখোশ শুকিয়ে সৈকতে লুকায় অথবা রৌদ্রশিখর পোড়ায় অন্তরস্হ ক-খ-গ তবুও আমি বলব না। হয়ত শেষবার বৃষ্টিতে ভেজা হয়ে উঠবে না অথবা কৃষ্ণচূড়ার ছেঁড়া পাঁপড়ি মজা পুকুর জলে ভাসবে না কবিতার অক্ষর হারিয়ে হবে না গান,সুর ,কীর্তন .. মাঝ নদীতে টিপ টিপ বর্ষার ফোটায় খুঁজব না কাগজের নৌকো , গা ঝারা নিশ্চুপ পাখির সবাক ডানায় লাগবে না বাক্যবিলাপ মাধবী কামেলী চম্পা আর দেবদারু একাকার হয়ে ধরা দিবে একই ক্যানভাসে; নিতান্ত নিশ্চুপতার নির্বাক প্রকাশে তবুও আমি বলব না তন্ন তন্ন করে খোঁজা এক ভরী ভালবাসার ফোঁটার টিপ দিয়ে আর মন সজ্জার অলংকারে সাজিয়ে হয়ত দেখা হবে-- মন বাড়িতে অগোচরে কল্পনার সাজঘরে ,কল্পলোকের শূন্যজলে; তবুও আমি বলব না বলব না দুপুরের ভীড় রোদে স্মৃতি শুকানোর কথা , কতটা পথের পিচের উপর আলকাতরার দিন- জামদানীর অঙ্কন বুননে তিল তিল সুতা সুঁই্য়ে গেঁথে উঠা অগভীর অস্পৃশ্য অশান্ত ভালবাসা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।