আমাদের কথা খুঁজে নিন

   

খবর খুবই ভাল

I would like to continue with all of here

গতকাল বাড্ডা নতুন রাস্তার মোড়ে একুশে আর বেঙ্গল পরিবহনের কাউন্টারের সামনে দঁড়িয়ে ছিলাম মিরপুরে যাবো বলে। হঠাৎ েখয়াল করলাম কাউন্টারের পিছনের দেয়ালে দু্ইটা এ-ফোর সাইজের লেমিনেটেড কাগজ আঁটা আর তার পাশেই বেশ প্রমাণ সাইজের একটা ব্যানার লটকানো। আমি যতদূর মনে আছে ব্যানার আর পোস্টারের বক্তব্য তুলে দিচ্ছি। "তিতুমীর কলেজের ছাত্রদের জন্যে" তিতুমীর কলেজের ছাত্রদের জানানো যাচ্ছে যে তাদের জন্যে ৫.০০ টাকা মূল্যের সম্মানী টিকেটের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন ধৈর্য্যসহকারে উক্ত টিকেট ক্রয় করে গাড়িতে ওঠেন।

আর কারো কাছে যদি টিকেট কেনার মতো টাকা না থাকে তাহলে তাদেরকে অনুরোধ করা যাচ্ছে যেন তারা তাদের কলেজের আইডি কার্ড ড্রাইভার/ সুপারভাইজারকে প্রদর্শন করেন। তাহলে তাদেরকে বিনাভাড়ায় ভ্রমণের সুযোগ দেয়া হবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি কাউন্টারে বসা একজন চেকারকে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি। উনি বললেন যে ভাই- তিতুমীর কলেজের ছাত্রদের কাছে টিকেট চাওয়া আর মার খাওয়া সমান কথা।

আবার গাড়িতে তারা উঠবেই। তাই যদি তাদের কাছ থেকে পাঁচটা টাকা পাওয়া যায় তাতেই মঙ্গল। আমরাও জানি যে এই ৫ টাকাও তারা দেবেনা। তাই তাদের কার্ড দেখিয়েই গাড়ি চড়ার কথা বলা হয়েছে। এই লাইনে গাড়ি চালাতে হলে তাদের গাড়িতে তুলতেই হবে আর সেটা বিনা ভাড়ায়।

তাই এই ব্যবস্থা। আমার মনে হলো- দেশ এগিয়ে যাচ্ছে। কেন আমরা ভাড়া দেব। আমারও একটা তিতুমীর কলেজের আইডি লাগবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।