আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার গুরুরা সমাধান দেন, প্লিজ (রি পোস্ট)



আমার পেনড্রাইভ কম্পিউটারে ঢুকাইয়া ফরমেট দিলে ফরমেট নেয় না। ওপেন করতে চাইলে বলে I:\ is not accessible incorrect function বড় বিপদে আছি। আবার দু একবার ট্রাই করলে ওপেন হয়। ইসেট এন্টিভাইরাস দিয়ে স্কান করিয়েছি, কিছুই পায় না। প্রতিদিন আপডেট করা এন্টিভাইরাস কিছুই বোঝে না।

ম্যালওয়ার দিয়েও স্ক্যান করিয়েছি। ফলাফল নাই। এই ছিল গতকাল। আপনাদের অনেকে এই নিয়ে সাজেশন দিয়েছেন। কিন্তু ফলাফল ছিল শুন্য।

বাধ্য হয়ে আমি অন্য একটা কম্পিউটারে গিয়ে দেখলাম যে, সেখানে ফরমেট দিলে ফরমেট হয়। কপি করলে কপি হয়। আবার আমার কম্পিউটারে এসে দেখি ফরমেট দিলে ফরমটে নেয় না, কপি করলেও একটুখানি কপি করে বন্ধ হয়ে যায়। বলে আনেবল টু কপি। দোষ মনে হয় আমার পিসির।

কিন্তু কেন এই সমস্যা জানাবেন কি দয়া করে? আপনাদের বিরক্ত করছি বলে দুঃখিত। কারণটা কি যদি জানান আপনারা আর সমাধানটাও। ভীষণ উপকৃত হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.