আমাদের কথা খুঁজে নিন

   

মরমী কবি হাছন রাজার বাড়িতে আয়োজিত সাংস্কৃতকি অনুষ্ঠানে মৌলবাদের কালো থাবা



মৌলবাদের কালো থাবায় বন্ধ হলো সুনামগঞ্জের মরমী কবি হাছন রাজার বাড়িতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় সুরমা নদীর তীরবর্তী হাছন রাজার বাড়িতে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক সন্ধ্যার। বৃহত্তর তেঘরিয়া এলাকার মানুষ অন্য রকম আনন্দে মেতে উঠে ছিলো অনেক দিন পর এধরনের একটি অনুষ্ঠান পেয়ে। কিন্তু বিধিবাম হলে যা হয় পাশেই ছিলো একটি মাদ্রাসা ও জামে মসজিদ মাদ্রাসার ছাত্ররা একজন জনপ্রতিনিধির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে চলমান অনুষ্ঠানে তীব্র বাঁধার সৃষ্টি করে। এক পর্যায়ে পন্ড হয়ে যায় ঐ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আশাহত জনতা ব্যার্থ মনোরথে বাড়ি ফিরে যায়। বাংলাদেশের বাউল জনপদ সুনামগঞ্জ । অসংখ্য হাওড় বাঁওর বিল - বাদাল সমৃদ্ধ সুনামগঞ্জের আনাচে কানাছে ছড়িয়ে রয়েছে অগুনতি বাউলের অমর কাব্যগাঁথা। সেই সুত্রে সুনামগঞ্জের মানুষের ধমনীতে রয়েছে লোক গানের অমৃতধারা। একানকার রাখাল এখন মাঠে গরু চড়াতে আপন মনে গেয়ে উঠে হাছন রাজা,রাধারমন, দুর্বীন শাহ,বাউল আব্দুল করিমের সহ জনপ্রিয় বাউলের গান।

জরুরী অবস্থা চলাকালীন গানের শহর, কবিতার শহর, রমনীর শহর জোছনার শহর হাওরের শহর সুনামগঞ্জ ছিলো নিষ্প্রাণ। সে সময় কোথায় দেখা যায়নি বাউল গানের আসর। স্থানীয় বাউল গন ছিলে কর্ম হীন বেকার। দীর্ঘ দিন পর এধরনের অনুষ্ঠানে মৌলবাদীদের আক্রমনে জনমানসরে চোখে ভেসে উঠে আফগানিস্থান,পাকিস্থানের ভয়াবহতার কথা তাদের চোখে মুখে প্রশ্ন একি ডিজাটাল বাংলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।