আমাদের কথা খুঁজে নিন

   

যেটুক সময় আছে বাকি...........।

নিজেকে হারিয়ে খুঁজি

আমার দিন শুরু হয়, মুখখানি তোর- রাঙিয়ে চুমোয়; তোকে রবির রঙিন, লাজ মাখানো- কিরণ যে ছোঁয়। আমার প্রতীক্ষা সব, ফুরোয়- যখন তোর কাছে যাই; তুই লুকিয়ে থাকিস, পালিয়ে;তবু, তোর ছোঁয়া পাই। আমার কথারা সব, নীল জানালার- স্বপ্নজালে ভাসে; তুই অজান্তে তেই - দৃপ্ত মুঠোয়- থাকিস হৃদয় পাশে। আমার অবুঝ অভিমানের রাগে, হারিয়ে ফেলি সুর; তুই সরতে গিয়ে- কাছেই টানিস; ভাবিস আছিস দূর। আমার বসন্তদিন- ফুরিয়ে আসে, কস্টের বাস বুকে; তুই বাঁধন ভাঙার- কষ্ট নেশায়, জ্বলিস ধুকে ধুকে। আমি ভালবাসার তৃষ্ণা নিয়ে ভুল শেকলে জড়াই; তুই একলা পথে - একাই করিস, নিয়ম ভাঙার লড়াই। যেটুক সময় আছে বাকি; তুলে অভিমানের আঁখি; আমার হাতটি নাহয়- একটু ধরে, একটু করিস আদর? তোকে রাখবো ঘিরে -জড়িয়েযে সেই, ভালবাসার চাদর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.